Advertisment

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়! একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ কাটলেই জাঁকিয়ে শীত?

বঙ্গোপসাগরে শক্তি বেড়েছে ঘূর্ণিঝড় মিগজাউমের। সাগরে এই ঘূর্ণিঝড়ের জেরেই এরাজ্যের আবহাওয়ায় বদল চোখে পড়তে শুরু করল সোমবার থেকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে শক্তি বেড়েছে ঘূর্ণিঝড় মিগজাউমের। সাগরে এই ঘূর্ণিঝড়ের জেরেই এরাজ্যের আবহাওয়ায় বদল চোখে পড়তে শুরু করল সোমবার থেকেই। শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ। একধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে রাতের তাপমাত্রাও। শীতের আমেজ বেশ ফিকে। ঘূর্ণিঝড়ের জেরে এরাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুর্যোগ কাটিয়ে ফের কবে থেকে ডানা মেলবে শীত? জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট।

Advertisment

ডিসেম্বর মাসের শুরুতে ঘূর্ণিঝড়ের জেরে বঙ্গের আবহাওয়ায় বড় বদল। পূর্বাভাস সত্যি করে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বেশ ফিকে। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মিগজাউম। মায়ানমারের দেওয়া এই নাম। ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়তে শুরু করল এরাজ্যে। সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। বেশ কেয়কটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

আজ সোমবার কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশ। বুধ ও বৃহস্পতিবার শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এরই পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- একরত্তির অবিস্মরণীয় কীর্তি! অকল্পনীয় প্রতিভায় মুঠোয় শ্রেষ্ঠত্বের শিরোপা! বাংলার মুখ উজ্বল

দুর্যোগ কাটিয়ে শীতের কামব্যাক কবে?

আগামী শুক্রবারে পর থেকে ফের রাজ্যে আবহাওয়ায় বদল আসতে পারে। ওই দিন থেকেই নতুন করে পারদ নামার সম্ভাবনা প্রবল। আবারও ফিরবে শীতের আমেজ। ফের নামতে শুরু করবে রাতের তাপমাত্রা। মোটের উপর চলতি সপ্তাহের শেষ দিক থেকে ফের একবার শীতের অনুভূতি ভালোমতো টের পেতে শুরু করবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই শীতের আমেজ রয়েছে। আপাতত এমনই আবহাওয়া থাকবে বেশ কয়েকদিন।

হিন্দি বলয়ের হৃদয়ে মোদী- গোবলয় জুড়ে গেরুয়া ঝড়! বিরোধীদের থামাতে মোদীর ‘গ্যারান্টি ট্যাকটিক্স’ একশো’য় ১০০

winter weather update Rainfall in Bengal Weather Forecast Cyclone Michaung
Advertisment