ঘূর্ণিঝড় 'মোকা'র আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষা। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশ ও মায়ামনার উপকূলের মাঝের কোনও একটি জায়গায় ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আর এই 'মোকা'র প্রভাবেই বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বভাস আলিপুর আবহাওয়া দফতরের। শনিবার থেকেই একাধিক জেলায় স্বস্তির ঝড়-বৃষ্টিতে হাঁসফাঁস গরমে নাভিশ্বাস দশা থেকে কিছুটা হলেও মিলতে পারে মুক্তি।
রাজ্যের অধিকাংশ এলাকায় ফের একবার প্রবল গরমে হাঁসফাঁস পরিস্থিতি ফিরেছে। ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি শহর থেকে জেলায়। তবে ঘূর্ণিঝড় 'মোকা'র প্রভাবে শনিবার থেকেই রাজ্যে আবহাওয়ায় বিরাট বদল আসার সম্ভাবনা। স্বস্তির জন্য চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা সর্বত্র। চাতকের সেই অপেক্ষার অবসান শনিবারেই। একাধিক জেলায় আজ ঝড়-বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- নজিরবিহীন নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, প্রাথমিকে ৩৬ হাজারের চাকরি বাতিল
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতা-সহ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সঙ্গে সঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।
বৃষ্টির হাত ধরে ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি মিলতে পারে। দক্ষিণবঙ্গের এই জেলাগুলির পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং ছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। আগামিকাল থেক উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।