scorecardresearch

ভয় ধরাচ্ছে ‘মোকা’, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় শীঘ্রই চমকে দেওয়া বদল! রইল লেটেস্ট আপডেট

‘মোকা’ নিয়ে চূড়ান্ত সতর্কতা। একগুচ্ছ পদক্ষেপ কলকাতা পুরসভা-পুলিশের।

Cyclone Mocha Update west bengal weather forecast 12 May 2023
আজই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'মোকা'।

‘মোকা’ নিয়ে চূড়ান্ত সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে তার আগে দেশের পূর্ব উপকূলের ৪ রাজ্যকে সতর্ক করে দিয়েছে মৌসম ভবন। তবে এই আবহে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য রয়েছে ভোগান্তির খবর। ফের এক দফায় তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাঙাস আবহাওয়া দফতরের। ৩-৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। যার জেরে গরমে হাঁসফাঁস দশায় কাবু হতে পারেন আট থেকে আশি।

এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে আগামী মঙ্গলবার বঙ্গোপসগরের গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় নিয়ে দেশের যে চারটি রাজ্যকে মৌসম ভবন সতর্ক করে দিয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। এর আগে আমফানের সময় রাজ্যের একটি বড় অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বিশেষ করে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর-সহ কলকাতা শহরে লন্ডভন্ড দশা তৈরি হয়েছিল।

আরও পড়ুন- কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা? কোন কোন রাজ্যকে সতর্ক করল মৌসম ভবন?

আমফানের সেই তাণ্ডব থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্য প্রশাসনও আগেভাগে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ করছে। কলকাতা পুরসভার সঙ্গে সমন্বয় রেখে ঘূর্ণিঝড় মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ করছে লালবাজার। দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা শহরের সব থানাগুলিকে গাছ কাটার মেশিন-সহ প্রকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে যে যে ধরণের সাজ-সরঞ্জাম রাখা উচিত তার ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কার মাঝেই দক্ষিণবঙ্গের জন্য ফের এক অস্বস্তির বার্তা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দতরের পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এই আবহে দক্ষিণবঙ্গে ফের এক দফায় চড়চড়িয়ে তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন- ‘একের বিরুদ্ধে এক’, ঘোষণা মমতার, কতটা বিশ্বাসযোগ্য বিরোধীদের কাছে?

বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে অর্থাত, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে ৪০ ডিগ্রির কাছে পৌঁছে যেতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন অস্বস্তিকর আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলি-সহ উত্তরের ওপরের দিকের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Cyclone mocha west bengal weather update 6 may 2023