Advertisment

Cyclone Remal Effect: রেমাল এফেক্ট দিনভর! ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলায়? আবহাওয়ার উন্নতি কবে?

সোমবারও ঘূর্ণিঝড় রামলের প্রভাবে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত।

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone, remal, cyclone remal, west bengal, west bengal news, Odisha, Odisha news, Cyclone Remal Live Updates, Remal Cyclone Live, Cyclone Remal West Bengal, Cyclone Remal in West Bengal, Cyclone Remal Alert, Cyclone Remal Update, Kolkata, Bay of Bengal, Cyclone Storm, Kolkata airport, IMD Issue Orange Alert, Cyclone Alert, Cyclone News Live, Cyclone Hits Odisha"

সোমবারও ঘূর্ণিঝড় রামলের প্রভাবে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত।

cyclone remal updates: ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। সোমবার সকালে এর গতিবেগ ঘন্টায় ১০০ কিলোমিটারের কাছাকাছি রয়েছে। এই ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপের রূপ নেবে। তবে দিনভর এর জেরে ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলের মধ্যেই রেমাল সাধারণ নিম্নচাপে পরিণত হবে। সোমবার রাতের মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের ময়মনসিংহের উপর দিয়ে গিয়ে ভারতের উত্তর-পূর্বের রাজ্য গুলির কাছাকাছি থাকবে। এদিকে রেমালের জেরে আজ দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন- Cyclone Remal update: চরম দুর্ভোগ সোমবারেও, সম্পূর্ণ বন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিষেবা

সবচেয়ে বেশি বৃষ্টি হবে নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও তুমুল বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বীরভূমে। মোটের উপর আজ দিনভর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট চলবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ বৃষ্টির সঙ্গেই ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টাআবার কোন কোন জেলায় ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা হিসেবেও ঝড়ের দাপট দেখা যাবে।

আবহাওয়াবিদদের ধারণা, সোমবার বিকেল থেকেই কমবে দুর্যোগ। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি চোখে পড়বে।

অন্যদিকে আজ দুর্যোগের দাপট দেখা যাবে উত্তর বঙ্গের জেলাগুলিতেও। আজ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরো বাড়বে।

cyclone weather today weather update Cyclone Remal Update Weather Report
Advertisment