Advertisment

Cyclone Remal Update: রেমালের তাণ্ডবে রাজ্য়ে মৃত বেড়ে ৬, দুর্গতদের পাশে থাকার বার্তা মমতার

Cyclone Remal Tracker Updates: প্রবল এই ঘূর্ণিঝড় রেমাল আজ শক্তি খুইয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে দুর্যোগের হাত থেকে রেহাই মিলবে না আজও। সোমবার কলকাতা ও একাধিক জেলায় তীব্র ঝোড়ো হাওয়া সেই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Remal Live: ঘূর্ণিঝড় রেমালের প্রতি মুহূর্তের আপডেট জানুন

Mamata Banerjee on Cyclone Remal: রেমালের জেরে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Cyclonic Storm Remal Updates: বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ল প্রবল ঘূর্ণিঝড় রেমাল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাত ১২টা শেষ হয়েছে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া। ঘূর্ণিঝড়ের জেরে কলকাতা ও জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে প্রবল এই ঘূর্ণিঝড় রেমাল আজ শক্তি খুইয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে দুর্যোগের হাত থেকে রেহাই মিলবে না আজও। সোমবার কলকাতা ও একাধিক জেলায় তীব্র ঝোড়ো হাওয়া সেই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisment

আরও পড়ুন Cyclone Remal News: আয়লা, আমফান, ইয়াস আর এবার রেমাল, বার বার কেন মে মাসেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে?

পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং ওপার বাংলার খেপুপাড়ার মাঝে রেমালের ল্যান্ডফল শুরু হয় গতকাল রাত ৯টা বেজে ১৫ মিনিট নাগাদ। শেষ হয় রাত ১২টায়। ঘূর্ণিঝড়ের দাপটে উপকূলে ব্যাপক তুফান। কলকাতাতেও প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। যা এখনও অব্যাহত রয়েছে। বাংলাদেশের যেখানে ল্যান্ডফল হয়, সেখানে ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। এদিকে আজ শক্তি খুইয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। এখনও পর্যন্ত যা খবর তাতে রেমালের তান্ডবে বাংলায় প্রাণ গিয়েছে ২ জনের। বাংলাদেশে ঝড়ের প্রভাবে মৃত্যু হয়েছে তিনজনের। বিকেলের দিকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলেই পুর্বাভাস।

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জল জমে গিয়েছে কলকাতার বিস্তৃর্ণ অংশে। জল জলেছে আলিপুরেও। সকাল থেকে বিঘ্নিত ট্রেন-মেট্রো চলাচল। দীর্ঘ ৫ ঘন্টা বন্ধ ছিল শহরের লাইফ লাইন। পার্কস্ট্রিট ও এসপ্ল্যানেডের মাঝে জল জমেই ঘটে বিপত্তি। বেশ কিছু গাছ ঝড়ের তাণ্ডবে উড়ে রাস্তায় পড়ে রয়েছে। জেলার বহু অংশ এখন বিদ্যুৎহীন। আজ সোমবার কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

  • May 27, 2024 16:22 IST
    ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী

    ঘূর্ণিঝড় রেমালের জেরে রাজ্যে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, রাজ্য প্রশাসনের তরফে আর্থিক সহায়তা মৃতদের পরিবারের কাছে পৌঁছে যাবে বলেও জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের কাজেও খুশি তিনি, জানিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে।



  • May 27, 2024 15:42 IST
    রেমাল কাড়ল বাবা-ছেলের প্রাণ!

    ঘুর্ণিঝড় ’রেমালের’ দাপটে ভেঙে পড়া কলা গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মেমারি থানার দলুই বাজার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোঙারপাড়ায়। মৃতরা হলেন বাবা ফড়ে সিং (৬৪) ও ছেলে তরুণ সিং (৩০)। একই দিনে পরিবারের দুই রোজগেরে ব্যক্তিকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিজনরা। বিস্তারিত পড়ুন



  • May 27, 2024 14:31 IST
    শক্তি খুইয়েও প্রভাব অব্যাহত, জানুন সর্বশেষ আপডেট

    ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাসের কথা জানাল আবহাওয়া দফতর। শক্তি খুইয়ে ক্রমশ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে রেমাল। প্রতি ঘণ্টায় ঝড়টির গতিবেগ মাত্র ১৫ কিলোমিটার।



  • May 27, 2024 14:30 IST
    জলে ভাসছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, সকাল থেকেই ব্যাহত মেট্রো পরিষেবা।

    জলে ভাসছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের লাইনে জল ঢুকে পড়েছে। ওই অংশের স্টেশনের একাংশ এবং পুরো লাইনই জলের তলায়। সোমবার সকাল থেকেই ব্যাহত মেট্রো পরিষেবা।

    এক্সপ্রেস ফটো- শশী ঘোষ



  • May 27, 2024 13:53 IST
    পার্ক স্ট্রিট ফ্লাইওভারের কাছেই গাছ ভেঙে বিপত্তি

    পার্ক স্ট্রিট ফ্লাইওভারের কাছে ভেঙ্গে পড়েছে গাছ। বন্ধ রাস্তা। পুরসভার তরফে দ্রুত গাছ সরানোর কাজ চালানো হচ্ছে।

    এক্সপ্রেস ফটো- শশী ঘোষ



  • May 27, 2024 13:35 IST
    ডায়মন্ড হারবারের পরিস্থিতি খতিয়ে দেখতে ছাতা মাথায় সিপিএম প্রার্থী প্রতীকুর রহমান

    ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে ডায়মন্ড হারবারের ভেঙে গিয়েছে বহু মাটির বাড়ি। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃষ্টি উপেক্ষা করেই ছাতা মাথায় সিপিএম প্রার্থী প্রতীকুর রহমান। ঘুরে দেখছেন এলাকা। কথা বলছেন স্থানীয় মানুষের সঙ্গে।



  • May 27, 2024 13:33 IST
    ডায়মন্ড হারবারের পরিস্থিতি খতিয়ে দেখতে ছাতা মাথায় সিপিএম প্রার্থী প্রতীকুর রহমান

    ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে ডায়মন্ড হারবারের ভেঙে গিয়েছে বহু মাটির বাড়ি। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃষ্টি উপেক্ষা করেই ছাতা মাথায় সিপিএম প্রার্থী প্রতীকুর রহমান। ঘুরে দেখছেন এলাকা। কথা বলছেন স্থানীয় মানুষের সঙ্গে।



  • May 27, 2024 13:28 IST
    ঝড়-বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় এলাকা পরিদর্শনে সৃজন

    রেমালের দাপটে যাদবপুরে ১০৬ ওয়ার্ডের হালতুতে গাছ ভেঙে পড়েছে, ল্যাম্পপোস্ট। বিপ্পজ্জনক ভাবে হেলে রয়েছে সেটি। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে ওই এলাকা পরিদর্শনে যান সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।



  • May 27, 2024 13:22 IST
    রাস্তায় দেখা নেই যানবাহনের, ভোগান্তিতে সাধারণ মানুষ

    শহর কলকাতায় সকাল থেকেই বইছে ঝোড়ো হাওয়া সঙ্গে দোসর বৃষ্টি। হাতে গোণা মানুষ রাস্তায় বেরিয়েছেন। এদিকে রাস্তাঘাটে আজ যানবাহন অন্যান্য দিনের তুলনায় বেশ কম। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

    এক্সপ্রেস ফটো- শশী ঘোষ



  • May 27, 2024 13:08 IST
    জলে ভাসছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, সকাল থেকেই ব্যাহত মেট্রো পরিষেবা।

    জলে ভাসছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের লাইনে জল ঢুকে পড়েছে। ওই অংশের স্টেশনের একাংশ এবং পুরো লাইনই জলের তলায়। সোমবার সকাল থেকেই ব্যাহত মেট্রো পরিষেবা।



  • May 27, 2024 12:32 IST
    মেট্রো পরিষেবা স্বাভাবিক

    দুপুর ১২টা বেজে ০৫ মিনিট থেকে আবার স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল জমার কারণে সকাল থেকে ব্যাহত হয় মেট্রো পরিষেবা।



  • May 27, 2024 12:18 IST
    চালু বিমান পরিষেবা, শিয়ালদহ দক্ষিণে শুরু ট্রেন চলাচল

    চালু হয়েছে বিমান পরিষেবা। গতকাল থেকে টানা ২১ ঘন্টা বন্ধ ছিল কলকাতা বিমানবন্দর। গতকাল দুপুর ১২টা থেকে বন্ধ হয় দমদম বিমান বন্দর। আজ সকাল সাড়ে আটটা নাগাদ শুরু হয়েছে বিমান পরিষেবা। বন্ধের জেরে প্রায় ৪০০ বিমান বাতিল হয়। এদিকে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচলও শুরু হয়েছে। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে প্রথম উড়ান ছাড়ে সকাল ৮টা ৫৯ মিনিট নাগাদ। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে উড়ে যায় ইন্ডিগোর বিমান।



  • May 27, 2024 12:13 IST
    জলে ভাসছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, সকাল থেকেই ব্যাহত মেট্রো পরিষেবা।

    জলে ভাসছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের লাইনে জল ঢুকে পড়েছে। ওই অংশের স্টেশনের একাংশ এবং পুরো লাইনই জলের তলায়। সোমবার সকাল থেকেই ব্যাহত মেট্রো পরিষেবা।



  • May 27, 2024 11:11 IST
    মৌসুনি দ্বীপে বৃদ্ধার মৃত্যু

    মৌসুনি দ্বীপে প্রবল ঝড় বৃষ্টিতে টিনের চালে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। পাশাপাশি রেমাল রোষে বকখালির লক্ষ্মীপুর গ্রাম পুরো তছনছ হয়ে গিয়েছে। ঝড়খালিতে গতকাল রাত থেকেই বৃষ্টি-ঝোড়ো হাওয়া।



  • May 27, 2024 11:08 IST
    উত্তাল দীঘার সমুদ্র, তীব্র জলোচ্ছ্বাস

    উত্তাল দীঘার সমুদ্র। তীব্র জলোচ্ছ্বাস। আজও পর্যটকদের সমুদ্রের নামতে নিষেধ করা হয়েছে। রেমাল নিয়ে সতর্ক প্রশাসন।



  • May 27, 2024 11:07 IST
    উত্তাল দীঘার সমুদ্র, তীব্র জলোচ্ছ্বাস

    উত্তাল দীঘার সমুদ্র। তীব্র জলোচ্ছ্বাস। আজও পর্যটকদের সমুদ্রের নামতে নিষেধ করা হয়েছে। রেমাল নিয়ে সতর্ক প্রশাসন।



  • May 27, 2024 11:05 IST
    মৌসুনি দ্বীপে বৃদ্ধার মৃত্যু

    মৌসুনি দ্বীপে প্রবল ঝড় বৃষ্টিতে টিনের চালে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। পাশাপাশি রেমাল রোষে বকখালির লক্ষ্মীপুর গ্রাম পুরো তছনছ হয়ে গিয়েছে। ঝড়খালিতে গতকাল রাত থেকেই বৃষ্টি-ঝোড়ো হাওয়া।



  • May 27, 2024 10:32 IST
    জানুন আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট

    লণ্ডভণ্ড কলকাতা, জেলায় জেলায় সকাল থেকেই তুমুল বৃষ্টি, প্রথম কর্মদিবসেই চরম ভোগান্তি মানুষজনের। ঘূর্ণিঝড়ের দাপটে আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। আজ নদিয়া-মুর্শিদাবাদে জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা ও দুই ২৪ পরগণায় অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বিকেলের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হবে হবেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন চলবে দুর্যোগ।



  • May 27, 2024 10:17 IST
    কলকাতায় রেমালের তান্ডব

    ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কলকাতায় উপড়ে গিয়েছে একাধিক গাছ। দেখুন লণ্ডভণ্ড কলকাতার সেই ছবি

    এক্সপ্রেস ছবি- পার্থ পাল



  • May 27, 2024 10:16 IST
    কলকাতায় রেমালের তান্ডব

    ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কলকাতায় উপড়ে গিয়েছে একাধিক গাছ। দেখুন লণ্ডভণ্ড কলকাতার সেই ছবি

    এক্সপ্রেস ছবি- পার্থ পাল



  • May 27, 2024 10:15 IST
    কলকাতায় রেমালের তান্ডব

    ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কলকাতায় উপড়ে গিয়েছে একাধিক গাছ। দেখুন লণ্ডভণ্ড কলকাতার সেই ছবি

    এক্সপ্রেস ছবি- পার্থ পাল



  • May 27, 2024 10:13 IST
    জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ

    রেমালের তান্ডবে জলের তলায় কলকাতা মেডিক্যাল কলেজ। চরম দুর্ভোগে রোগী-পরিজনরা। পাম্প বসিয়ে জল দ্রুত সরানোর চেষ্টা করছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। একই ছবি ট্রপিকল মেডিসিনেও।



  • May 27, 2024 10:04 IST
    ভারী বৃষ্টিতে জলমগ্ন বউবাজার

    রেমালের তান্ডবে কলকাতায় ভারী বৃষ্টিপাত। একাধিক জায়গায় হাঁটু সমান জল। এদিকে ফ্রেজারগঞ্জে সকাল থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। বকখালির বিস্তৃর্ণ অংশে ভেঙে পড়েছে একাধিক মাটির বাড়ি। কলকাতার বউবাজার পুরোপুরি জলের তলায়।



  • May 27, 2024 09:47 IST
    ঘূর্ণিঝড়ের জেরে সকালে ফাঁকা রাস্তাঘাট

    সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবস। রেমালের তান্ডবে কার্যত ফাঁকা রাস্তাঘাট। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ছবিটাও একই। ঝড়-বৃষ্টির জেরে সকাল থেকে শুনশান রাস্তাঘাট। হাতেগোনা কয়েকজন মানুষ রাস্তায় বেরিয়েছেন।



  • May 27, 2024 09:37 IST
    সল্টলেকে গাছ পড়ে বিপত্তি

    AC ব্লক, AA ব্লক, সহ সল্টলেকের একাধিক ব্লকে গাছ উপড়ে পড়ে বিপত্তি। বন্ধ রয়েছে FD ব্লকের গোটা মার্কেট। পুরোপুরি জলমগ্ন এই অংশ। বাইপাসের একাধিক স্থানে পড়ে রয়েছে গাছ।



  • May 27, 2024 09:34 IST
    ঘোষণা হলেও এখনও ছাড়েনি ট্রেন

    ২০ মিনিট অতিক্রান্ত। ঘোষণায় সাড়। ৯টা বেজে ১০ মিনিটে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরুর কথা থাকলেও এখনও গড়ায় নি ট্রেনের চাকা। হাসনাবাদ শাখাতেও পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে রেলের তরফে। ভিড়ে ঠাসা কামরায় মানুষের দফারফা।



  • May 27, 2024 09:22 IST
    ঘোষণা হলেও এখনও ছাড়েনি ট্রেন

    ২০ মিনিট অতিক্রান্ত। ঘোষণায় সাড়। ৯টা বেজে ১০ মিনিটে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরুর কথা থাকলেও এখনও গড়ায় নি ট্রেনের চাকা। হাসনাবাদ শাখাতেও পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে রেলের তরফে। ভিড়ে ঠাসা কামরায় মানুষের দফারফা।



  • May 27, 2024 09:10 IST
    চরম বিপাকে দূরপাল্লার যাত্রীরা

    দূরপাল্লার ট্রেন থেকে নেমে বিপত্তি যাত্রীদের। ভোগান্তির শিকার মানুষ। অস্বাভাবিক ট্যাক্সি ভাড়া চাওয়া হচ্ছে। ক্যাব পরিষেবাও বিপর্যস্ত এমনই দাবি যাত্রীদের।



  • May 27, 2024 09:09 IST
    থিকথিকে ভিড় শিয়ালদহে

    সকাল ৯টায় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল শুরুর কথা থাকলেও এখনও কোন ট্রেনের চাকা গড়ায় নি। নেই কোণ ঘোষণা। কাতারে কাতারে মানুষ শিয়ালদহ স্টেশন ভিড় করেছে গন্তব্যে যাওয়ার জন্য।



  • May 27, 2024 08:55 IST
    উপড়ে গেছে গাছপালা, উড়ে গেছে বাড়ির ছাদ

    সোমবারও ঘূর্ণিঝড় রামলের প্রভাবে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত। বরাহনগরে উপরে পড়ল পরিত্যক্ত কারখানার চিমনি। দুমড়ে মুচড়ে গিয়েছে পার্কিং করা একাধিক গাড়ি। রেমালের কারণে কলকাতা সহ অনেক জায়গায় ঝড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি হচ্ছে।



  • May 27, 2024 08:51 IST
    সকাল থেকেই প্রবল বৃষ্টি কলকাতা থেকে জেলায়

    রবিবার গভীর রাতে বাংলাদেশের মংলার দক্ষিণ-পশ্চিম হয়ে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, সুন্দরবন এবং কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ। জেলায় জেলায় রবিবার রাত থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে চলছে প্রবল বৃষ্টিপাত। সোমবার তা আরও তীব্র হওয়ার সম্ভাবনা। কলকাতার আবহাওয়া দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত বলেছেন, দক্ষিণবঙ্গের অনেক জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে চলবে বৃষ্টিপাত। কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে।



  • May 27, 2024 08:41 IST
    মেট্রো পরিষেবা ব্যাহত

    পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেডের মেট্রো ট্র্যাকে জল জমে প্রবল বিপত্তি। এই মুহূর্তে ব্যহত মেট্রো পরিষেবা। গিরিশপার্ক থেকে টলিগঞ্জ পর্যন্ত চলছে না মেট্রো। ট্র্যাক থেকে দ্রুত জল সরানোর কাজ চলছে।



  • May 27, 2024 08:30 IST
    সকাল ৯টা পর্যন্ত বন্ধ দমদম বিমান বন্দর

    রেমালের তান্ডবে সোমবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ উড়ান পরিষেবা। বাতিল মোট ৩৯৪ উড়ান।



  • May 27, 2024 08:29 IST
    দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা

    প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে বাংলার বিভিন্ন জেলায় উপড়ে গিয়েছে বহু গাছ। এনডিআরএফ দল দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।



  • May 27, 2024 08:20 IST
    কলকাতা থেকে জেলা বৃষ্টিপাত অব্যাহত, দুর্ভোগের মুখে সাধারণ মানুষ

    রেমালের তান্ডবে কলকাতা থেকে জেলা বৃষ্টিপাত অব্যাহত। সপ্তাহের প্রথম কাজের দিনেই ব্যাপক দুর্ভোগ। প্রবল ঝড়ে কলকাতার একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে।



  • May 27, 2024 08:17 IST
    কলকাতার রাজপথে হাঁটুজল, রাস্তায় বেরিয়ে দুর্ভোগের মুখে অফিস যাত্রীরা

    কলকাতার রাজপথে হাঁটুজল, রাস্তায় বেরিয়ে দুর্ভোগের মুখে অফিস যাত্রীরা। রেমালের তান্ডবে কলকাতায় গতকাল রাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বিভিন্ন অংশে জল জমে যাওয়ায় সপ্তাহের প্রথম দিনে কাজে বেরিয়ে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।



  • May 27, 2024 08:12 IST
    গত রাত থেকে কলকাতায় বৃষ্টি হয়েছে ১৪৪ মিমি

    নদীয়া-মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতকর্তা। কলকাতায় গত রাত থেকে বৃষ্টি হয়েছে ১৪৪ মিমি।



  • May 27, 2024 08:08 IST
    জারি কমলা সতর্কতা

    ভারী বৃষ্টির কমলা সতর্কতা দুই ২৪ পরগণায়। ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।



  • May 27, 2024 08:06 IST
    দিঘায় জলোচ্ছ্বাস, সমুদ্র এখনও উত্তাল

    কলকাতার একাধিক জায়গায় ছিঁড়ল বিদ্যুতের তার, উপড়ে পড়েছে গাছ। রেমালের তান্ডবে শিয়ালদহ দক্ষিণ শাখায় পুরোপুরি বন্ধ ট্রেন চলাচল। দিঘায় জলোচ্ছ্বাস। সমুদ্র এখনও উত্তাল



  • May 27, 2024 08:00 IST
    রেমালের প্রভাবে বন্ধ ট্রেন চলাচল

    শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল, হাসনাবাদ শাখাতেও বন্ধ ট্রেন চলাচল। কলকাতায় দুপুর পর্যন্ত দুর্যোগের আশঙ্কা। দুই ২৪ পরগনায় দিনভর দুর্যোগের আশঙ্কা।



  • May 27, 2024 07:58 IST
    রেমালের তান্ডব, মৃত্যু কলকাতায়

    রেমালের প্রভাবে মৃত্যু কলকাতায়। চাঙর ভেঙে এন্টালিতে মৃত্যু একজনের। কলকাতা থেকে জেলা রেমালের তান্ডব অব্যাহত।



  • May 27, 2024 07:55 IST
    ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জল জমে গিয়েছে কলকাতার বিস্তৃর্ণ অংশে

    ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জল জমে গিয়েছে কলকাতার বিস্তৃর্ণ অংশে। জল জলেছে আলিপুরেও। বেশ কিছু গাছ ঝড়ের তাণ্ডবে উড়ে রাস্তায় পড়ে রয়েছে। জেলার বহু অংশ এখন বিদ্যুৎহীন। আজ সোমবার কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।



  • May 26, 2024 23:09 IST
    ল্যান্ডফলের জেরে কলকাতায় প্রবল ঝড়বৃষ্টি

    সাগরদ্বীপ এবং ওপার বাংলার খেপুপাড়ার মাঝে রেমালের ল্যান্ডফল শুরু। ঘূর্ণিঝড়ের দাপটে উপকূলে ব্যাপক তুফান। কলকাতাতেও প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। এই ল্যান্ডফল প্রক্রিয়া চলবে চার ঘণ্টা ধরে।



  • May 26, 2024 22:43 IST
    রেমালের ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু

    কমল আরও দূরত্ব, রেমালের ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু। রেমালের প্রভাবে শুরু ঝড়বৃষ্টি। আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। ল্যান্ডফলের সময় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। 



  • May 26, 2024 21:58 IST
    রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু

    পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল ছুঁয়ে আছড়ে পড়তে শুরু করল ঘূর্ণিঝড় রেমাল। গোটা ল্যান্ডফল প্রক্রিয়া চলবে আগামী চার ঘণ্টা ধরে। রবিবার রাত ৯.১৫ মিনিটের রিপোর্টে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।



  • May 26, 2024 21:29 IST
    সাগরদ্বীপ থেকে ১৬০ কিমি দূরে ঘূর্ণিঝড়

    আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে এগোচ্ছে রেমাল। এখন সাগরদ্বীপ থেকে ১৬০ কিমি দক্ষিণ-পূর্বে রয়েছে ঘূর্ণিঝড়। ক্যানিংয়ের ১৯০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে। বাংলাদেশের মোংলায় ল্যান্ডফল করার সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। সেটি এখন সেখান থেকে ২২০ কিমি দক্ষিণে রয়েছে। রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশের মোংলার দক্ষিণ-পশ্চিমে আছড়ে পড়তে পারে।



  • May 26, 2024 21:14 IST
    রাতে কোন কোন জেলায় হাওয়ার গতি কত থাকবে?

    রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দুই ২৪ পরগনায় রবিবার রতে ঝড়ের গতি পৌঁছতে পারে ১০০-১১০ কিমি পর্যন্ত। একইসঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ে গতি থাকতে পারে ৭০-৮০ কিমি। বেড়ে ৯০ কিমিও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। নদিয়া এবং পূর্ব বর্ধমানে ঝড়ে গতি ৬০-৭০ কিমি পর্যন্ত থাকতে পারে। বেড়ে ৮০ কিমি পর্যন্ত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৫০-৬০ কিমি বেগে ঝড় বইতে পারে।



  • May 26, 2024 20:54 IST
    হাওড়ায় শিকল দিয়ে বাঁধা হল ট্রেনের চাকা

    প্রবল ঝড়ে ট্রেনের বগি গড়িয়ে ধাক্কা মারতে পারে অন্য ট্রেনকে, ঘটতে পারে দুর্ঘটনা। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই হাওড়ায় লোহার শিকল দিয়ে বাঁধা হল ট্রেনের চাকা।



  • May 26, 2024 20:35 IST
    দুর্যোগে নিরাপদে থাকতে কী করবেন আর কী করবেন না

    তাণ্ডবলীলা দেখাবে ঘুর্ণিঝড় রেমাল। দুর্যোগ থেকে বাঁচতে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি-

    • সঠিক খবরে চোখ রাখুন। ভুয়ো সংবাদ এড়িয়ে চলুন।
    • ঘরের ছাদ, দরজা জানালার ঝড়ের আগে দেখে নিন সব কিছু ঠিক ঠাক আছে কিনা।
    • ল্যাম্প পোস্ট অথবা বাড়ির ছাদের উপর কোন ডাল থাকলে তা কেটে ফেলার ব্যবস্থা করুন।
    • টিনের পাতলা শিট, লোহার সরঞ্জাম এক জায়গায় জড়ো করুন।
    • ফোন, ল্যাপটপ ও চার্জার লাইটে চার্জ করে রাখুন। হাতের সামনে রাখুন টর্চ, জলের বোতল।
    • বাজার থেকে হালকা শুকনো খাবার মজুত রাখুন। প্রয়োজনে ২-৩ দিনের বাজার আগেভাগে সেরে রাখুন। ঘরে পর্যাপ্ত জল মজুত রাখুন।
    • বাড়ির পোষ্য ও গবাদি পশুদের নিরাপদ স্থানে এনে রাখুন। রেমালের খবরের জন্য মোবাইল, টিভি অথবা রেডিও-র উপর ভরসা রাখুন। নিয়মিত ওয়েদার আপডেট আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে।
    • জেলার কন্ট্রোল রুমের নম্বর মোবাইলে সেভ করে রাখুন। প্রয়োজনে ফোন করুন।
    • উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের সাইক্লোন সেন্টারে গিয়ে থাকাই শ্রেয়। শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিন।
    • বাড়ির এসি, টিভি, ফ্রিজের প্লাগ খুলে রাখুন। সাইক্লোন না থামলে বাইরে কখনও বেরোবেন না। কোনও গাছের নিচে আশ্রয় নেবেন না। সমুদ্র বা নদীতে যাবেন না।



  • May 26, 2024 20:09 IST
    সোমবারও বাতিল বহু লোকাল ট্রেন

    দুর্যোগের আশঙ্কায় সোমবারও বাতিল একাধিক লোকাল ট্রেন। শিয়ালদাহ দক্ষিণ শাখায় বাতিল করা হল ১০টি ট্রেন। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, আগামী সোমবার দিঘা যাওয়া-আসার সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।



West Bengal IMD Cyclone Update Bay of Bengal Cyclone Remal Update weather latest news Cyclone Remal
Advertisment