Advertisment

Cyclone Remal Update: ফিরবে আমফানের স্মৃতি? ভয়ঙ্কর তাণ্ডব দেখাবে রেমাল? আরও শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে প্রবল এই ঘুর্ণিঝড়

Cyclone Remal Update: ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট পান। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া সহ ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Remal,landfall,Bay of Bengal,meteorologists,weather department,west bengal

cyclone remal news: উপকূল এলাকায় নিরাপত্তার জন্য চলছে মাইকিং

Cyclone Remal Update: তুফানি গতিতে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় 'রেমাল'। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও গভীর হল নিম্নচাপ। রেমালের প্রভাবে কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisment

শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন! ধেয়ে আসছে প্রবল ঘুর্ণিঝড়। রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩৫ কিলোমিটার। ইতিমধ্যেই সতর্ক রয়েছে প্রশাসন। আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের খেপুপাড়া ও বাংলার সাগর দ্বীপের মাঝখান দিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘুর্ণিঝড় রেমালের। । এই মুহুর্তে ঘুর্ণিঝড় তার শক্তি বাড়াচ্ছে। ক্যানিং থেকে ৪৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল।

আগামীকাল সকালে শক্তিশালী ঘুর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) শনিবার পূর্বাভাস দিয়েছে যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গ থেকে বিহার পর্যন্ত।

আবহাওয়া দফতরের (IMD) তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার। নিম্নচাপের জেরে ইতিমধ্যেই দিঘায় ঢেউ বাড়তে শুরু করেছে। দক্ষিণ এবং উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন Cyclone Remal Update: ধেয়ে আসছে ‘রেমাল’! অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার! প্রবল দুর্যোগ কোন কোন জেলায়?

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঝড়ের কারণে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে। এর প্রভাব প্রধানত বিহার ও ওড়িশায় দেখা যাবে। এখানকার মানুষ গরম থেকে স্বস্তি পাবেন, কারণ তাপমাত্রা ব্যাপকভাবে কমার সম্ভাবনা রয়েছে।

২৬ মে মধ্যরাতে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় রেমাল। ঝড়ের সঙ্গে একাধিক জেলাত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাংলার পাশাপাশি পাশাপাশি মিজোরাম, ত্রিপুরা এবং দক্ষিণ মণিপুর, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডেও ভারী বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ ও টেলি সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি পর্যালোচনা করতে শুক্রবার কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে সব ধরণের সাহায্যের কথা বলা হয়েছে। ইতিমধ্যেই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ১২ টি দল মোতায়েন করা হয়েছে উপকূলবর্তী অঞ্চলে। বিমান সহ সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ডকে সাহায্যের কথা বলা হয়েছে।

cyclone Bay of Bengal IMD Cyclone Remal
Advertisment