Advertisment

Cyclone Remal Update: কাঁপানো শক্তিতে ধেয়ে আসছে 'রেমাল', ঘূর্ণিঝড়-শঙ্কায় তটস্থ বাংলা! তছনছ হবে কলকাতা?

Cyclone Remal Update: ফের একটা ঘূর্ণিঝড় নিয়ে নানা আশঙ্কা দানা বেঁধেছে। শনিহার সকাল ৯টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থেকে ঘূর্ণিঝড়টি ৬৭০ কিলোমিটার দূরে ছিল। সময় যত এগোচ্ছে ঝড়ও ততই শক্তি বাড়াচ্ছে। প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল।

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone remal update west bengal kolkata weather forecast 25 may 2024

cyclone remal update: ধেয়ে আসছে রেমাল।

Cyclone Remal Latest Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। ক্রমেই তা ধেয়ে আসছে উপকূলের দিকে। এখনও পর্যন্ত আবহাওয়াবিদদের যা ধারণা, তাতে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের উপকূলের মাঝের কোনও জায়গায় গিয়ে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়ার তুমুল আশঙ্কা এরাজ্যেও। ইতিমধ্যেই জোরকদমে তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন।

Advertisment

রবিবার মধ্য রাত নাগাদ সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে উপকূলের কোনও একটি এলাকায় প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে। সকাল ৯টা নাগাদ ঘূর্ণিঝড়টি ক্যানিং থেকে ৬৭০ কিলোমিটার দূরে ছিল। সময় যত এগোচ্ছে ততই শক্তি নিয়ে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়।

আরও পড়ুন- Lok Sabha Election 2024 Phase 6 Live Updates: বাঁশ হাতে হিরণের গাড়ি থামাল তৃণমূল, পুরুলিয়ায় ভাঙচুর BJP অফিস, ময়নায় রক্তাক্ত তৃণমূলকর্মী

এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের উপকূলের দুই জেলায় চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে স্থানীয়দের সতর্ক করতে চলছে মাইকিং।

দিঘার সমুদ্রে শনিবার সকাল থেকে বাড়ছে জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড়-বড় ঢেউ আছড়ে পড়ছে পাড়ে। গাড়োয়াল টপকে ঢেউ উঠছে। এমনিতে নির্বাচনের কারণে দিঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও কিছু পর্যটক ভিড় জমিয়েছেন দিঘার সমুদ্র সৈকতে এই জলোচ্ছ্বাস দেখার জন্য। সমুদ্র স্নানে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

আরও পড়ুন- TMC Worker Murdered: ভোট শুরুর আগের রাতেই কুপিয়ে খুন TMC কর্মীকে, হাড়হিম কাণ্ডে তোলপাড়!

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপ, কাকদ্বীপ, নামখানা-সহ সুন্দরবন এলাকার বিভিন্ন প্রান্তেও চলছে সতর্কতামূলক প্রচার। উপকূলের এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরানোর কাজ চলছে জোরকদমে। প্রতিনিয়ত আবহাওয়ার গতি-প্রকৃতির উপর নজর রাখছেন প্রশাসনের কর্মীরা। সব মিলিয়ে আরও একটা ঘূর্ণিঝড় মোকাবিলায় পুরোদস্তুর তৈরি প্রশাসন।

এদিকে, কাল থেকেই বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলের দুই জেলায়। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তুমুল বৃষ্টিতে ভাসতে পারে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই।

Cyclone Remal cyclone Rainfall in Bengal Weather Forecast
Advertisment