Advertisment

Cyclone Remal Update: সাগরে দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'রেমাল', বাংলাতেই ল্যান্ডফলের প্রবল আশঙ্কা? একেবারে টাটকা আপডেট জানুন

IMD Weather Forecast Update: ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ। এবার তার শক্তি আরও বাড়ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামিকাল শুক্রবার সকালের দিকে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই গভীর নিম্নচাপই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এই পর্বে ঘূর্ণিঝড় তৈরি হলে তা কি আছড়ে পড়তে পারে বাংলাতেই? গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে নানা আশঙ্কা দানা বাঁধছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Cyclone Remal Update: বঙ্গোপসাগরে তৈরির প্রবল আশঙ্কা শক্তিশালী ঘূর্ণিঝড়ের।

IMD Weather Update Today May 23: ফের এক ভয়াল ঘূর্ণিঝড় নিয়ে চূড়ান্ত সতর্কতা বাংলায়। বঙ্গোপসাগরে ফুঁসছে 'রেমাল'। শক্তি বাড়িয়ে বাংলাার উপকূলেই আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়? ঝড়-বৃষ্টির প্রবল দাপটে ফের একবার লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরির প্রবল আশঙ্কা? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ। এবার তার শক্তি আরও বাড়ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামিকাল শুক্রবার সকালের দিকে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরিস্থিতি এমনই থাকলে শনিবার নাগাদ সেই গভীর নিম্নচাপই প্রবল শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে 'রেমাল' (Remal)। অনেকে এই ঝড়ের নাম 'রিমাল'ও বলছেন (Cyclone Remal)।

ঘূর্ণিঝড় বাংলাতেই আছড়ে পড়বে?

এখনও পর্যন্ত তেমন আশঙ্কার খবর নেই। বঙ্গোপসাগরে তৈরি সিস্টেমটির উপর গভীর পর্যবেক্ষণ চালাচ্ছেন আবহাওয়াবিদরা। এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি মৌসম ভবন।

আগামী ২৫ মে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। ওই দিনেই প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। আগামী শনিবার ভোট রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। শনিবারের ভোটে ঝড়-বৃষ্টি ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেব্যাপারে ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলিকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- Student Missing: রহস্যজনকভাবে বাড়ি থেকে উধাও একাদশ শ্রেণির ছাত্র! অদ্ভুত পোশাকে সিসিটিভিতে ধরা পড়ল

বৃষ্টি কোন কোন জেলায়?

আপাতত আজ ও কাল বৃষ্টির প্রবল প্রতাপ না থাকলেও, দুর্যোগের পালা শুরু হতে পারে আগামী শনিবার থেকেই। ওই দিন রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের আজ বিকেলের মধ্যেই ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই সমুদ্র উত্তাল হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। শুক্রবার দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…

এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিবার এই দুই পার্বত্য জেলার পাশাপাশি বৃষ্টির পরিমাণ বাড়বে জলপাইগুড়িতেও। আগামী রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আরও পড়ুন- OBC Certificate: ‘রায় মানি না’…! ৫ লাখ OBC শংসাপত্র বাতিলের নির্দেশে ভরা সভা থেকে গর্জে উঠলেন মমতা

কলকাতার ওয়েদার আপডেট…

কলকাতা শহরেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিকেলের দিকে মহানগরীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। সকালে রোদের দেখা মিললেও, বেলা গড়ালে মেঘলা আকাশ দেখা যাবে কলকাতার বিভিন্ন প্রান্তে।

cyclone Kolkata Weather Cyclone Remal Bengal Weather Forecast Weather Forecast
Advertisment