/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cyclone_47d892.jpg)
Cyclone Remal Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ।
Cyclone Remal Update: ঘূর্ণিঝড় নিয়ে চূড়ান্ত সতর্কতা রাজ্যজুড়ে। বঙ্গোপসাগরে দানা বাঁধছে শক্তিশালী 'রেমাল' (Remal)। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ। সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। সেটা হলে তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
কোথায় আছড়ে পড়তে পারে রেমাল?
এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি সিস্টেমটির উপর গভীরভাবে পর্যবেক্ষণ রেখে আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড়ের রূপ নিলে সেটি বাংলাদেশের উপকূলে গিয়ে আছড়ে পড়তে পারে। ওপার বাংলায় খুলনা এবং বরিশালের উপকূলবর্তী কোনও স্থানে ঘূর্ণিঝড় প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে। এপারের সুন্দরবন এলাকার নাকের ডগা দিয়ে যাবে শক্তিশালী রেমাল। রবিবার সন্ধেয় ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে বাংলাদেশের উপকূলে।
ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব বাংলায়?
রেমালের প্রভাবে রবিবার ও সোমবার দুর্যোগ চলবে বঙ্গে। রবিবার শহর কলকাতার পাশাপাশি রাজ্যের দুই জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সমুদ্র উত্তাল হতে শুরু করবে কাল থেকেই। প্রবল জলোচ্ছাস দেখা যাবে সাগরে। মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।