Advertisment

Cyclone Remal Update: সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়! প্রবল প্রতাপে 'রেমাল' আছড়ে পড়ার সম্ভাবনা কোথায় সবচেয়ে বেশি?

IMD Weather Forecast Update: ফের একটি ঘূর্ণিঝড় নিয়ে নানা আশঙ্কা দানা বেঁধেছে। আপাতত বঙ্গোপসাগরে তৈরি সিস্টেমটির উপর গভীরভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন আবহায়াবিদরা। এখনও পর্যন্ত আবহাওয়াবিদদের ধারণা বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পরবর্তী সময়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তা থেকেই ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা প্রবল।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Cyclone Remal Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ।

Cyclone Remal Update: ঘূর্ণিঝড় নিয়ে চূড়ান্ত সতর্কতা রাজ্যজুড়ে। বঙ্গোপসাগরে দানা বাঁধছে শক্তিশালী 'রেমাল' (Remal)। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ। সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। সেটা হলে তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

Advertisment

কোথায় আছড়ে পড়তে পারে রেমাল?

এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি সিস্টেমটির উপর গভীরভাবে পর্যবেক্ষণ রেখে আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড়ের রূপ নিলে সেটি বাংলাদেশের উপকূলে গিয়ে আছড়ে পড়তে পারে। ওপার বাংলায় খুলনা এবং বরিশালের উপকূলবর্তী কোনও স্থানে ঘূর্ণিঝড় প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে। এপারের সুন্দরবন এলাকার নাকের ডগা দিয়ে যাবে শক্তিশালী রেমাল। রবিবার সন্ধেয় ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে বাংলাদেশের উপকূলে।

আরও পড়ুন- Digha Trip Advisory: উইকেন্ডে দিঘা ঘোরার প্ল্যান? এই দু’দিন বন্ধ থাকবে হোটেল বুকিং, যাওয়ার আগে জেনে নিন

ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব বাংলায়?

রেমালের প্রভাবে রবিবার ও সোমবার দুর্যোগ চলবে বঙ্গে। রবিবার শহর কলকাতার পাশাপাশি রাজ্যের দুই জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সমুদ্র উত্তাল হতে শুরু করবে কাল থেকেই। প্রবল জলোচ্ছাস দেখা যাবে সাগরে। মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

weather update Cyclone Remal Weather Report
Advertisment