Cyclone Remal Landfall Update: ফের একটা ঘূর্ণিঝড় নিয়ে প্রবল আশঙ্কা দানা বেঁধেছে। উৎকণ্ঠাও বাড়ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি রয়েছে। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই সিস্টেমটি শক্তি বাড়াচ্ছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম দিক ও তারই সংলগ্ন ওড়িশা-বাংলা উপকূলে সিস্টেমটি অবস্থান করছে। আবহাওয়া দফতরের অনুমান, সিস্টেমটি আরও দানা বাঁধলে আগামী ২২ মে সেটি নিন্মচাপে পরিণত হতে পারে।
আগামী শুক্রবার সকালের দিকে সেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী সময়ে সেটির শক্তি আরও বাড়তে পারে। তা হলে অতি গভীর নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি ও সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও সেই অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এমনকী মৌসম ভবনও এব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি।
আরও পড়ুন- নম্বরপ্লেট দেখেই বুঝে নিন গাড়িটি বাংলার কোন জেলার, কীভাবে? জানুন এই সহজ জিনিসটি
তবে যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয় তবে এখনও পর্যন্ত সিস্টেমের গতি-প্রকৃতি দেখে আবহাওয়াবিদদের অনুমান, সেটি বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব তেমনভাবে পড়তে নাও পারে। যদিও এই বিষয়টি নিয়েও এখনও পর্যন্ত সরকারিভাবে এখনও কিছু জানায়নি মৌসম ভবন।
আরও পড়ুন- Eastern Railway: দুর্ধর্ষ রেকর্ড পূর্ব রেলের! যাত্রী স্বার্থে অভাবনীয় প্রয়াস, চিত্তাকর্ষক ফল হাতেনাতে!
তবে এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে দানা বাঁধা সিস্টেমের উপর গভীর পর্যবেক্ষণ করে চলেছেন আবহাওয়াবিদরা। আগামী শুক্রবার বাংলার উপকূলের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার জোরালো দুর্যোগের প্রবল সম্ভাবনা রয়েছে।