Advertisment

বাংলায় নয়া আতঙ্ক! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ ঘনিভূত হচ্ছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে শনিবার সন্ধ্য়ায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone, ঘূর্ণিঝড়, বঙ্গোপসগেরে ঘূর্ণিঝড়, নিম্নচাপ, cyclone storm, বঙ্গোপসাগর, bay of bengal, west bengal, weather update, rain, storm, cyclone alert, kolkata, weather news, weather upadate, আবহাওয়ার খবর, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়, কলকাতা, আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস, ঝড়বৃষ্টির পূর্বাভাস, সাইক্লোন, ঘূর্ণিঝড় আপডেট, সাইক্লোন আপডেট, বঙ্গোপসাগরে নিম্নচাপ

প্রতীকী ছবি।

করোনায় এমনিতেই দুশ্চিন্তার শেষ নেই। তার মধ্য়ে গোদের উপর বিষফোঁড়ার মতো বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ ঘনিভূত হচ্ছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে শনিবার সন্ধ্য়ায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে হবে, সে ব্য়াপারে এখনও সুস্পষ্ট করে জানা যায়নি। এই ঘূর্ণিঝড়ের গতিপথ কী হবে, সেদিকেই নজর রাখছেন আবহবিদরা।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে শক্তি সঞ্চয় করে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। শুক্রবার আরও ঘনীভূত হয়ে এই নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্য়ভাবে অবস্থান করবে। নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে শনিবার ওই অঞ্চলে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। রবিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তারপর আবার অভিমুখ বদলে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। সোম ও মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে এই ঘূর্ণিঝড়।

আরও পড়ুন: বাংলায় করোনায় মৃত বেড়ে ১৪৩, মোট আক্রান্ত ২,৩৭৭

ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৯ ও ২০ মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ১৮ তারিখ থেকে উত্তর বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে  যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য় রেড ওয়ার্নিং জারি করা হয়েছে।

উল্লেখ্য়, গতবছর ভয়াল ঘূর্ণিঝড় 'বুলবুল'-এর দাপটে তছনছ হয়েছিল সুন্দরবন এলাকা। সেই ঝড়ের ক্ষত সারতে না সারতেই দরজায় কড়া নাড়ছে আরেক ঘূর্ণিঝড়। এদিকে,মাঝেমধ্য়ে অবশ্য় বৃষ্টি হলেও বাংলায় গরমের দাপট ক্রমশ বাড়ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather rain Weather Report
Advertisment