Cyclone Yaas Kolkata: ইয়াস ও ভরা কোটালের জন্য দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত। নবান্নে সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৫ লক্ষ ঘর ভেঙে গিয়েছে জলের তোড়ে। ১৩৪টি নদীবাঁধ ভেঙে গিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আগামী শুক্র ও শনিবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিরর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। থাকবেন মুখ্যসচিবও।
বুধবার সকাল ৯টা থেকে প্রায় তিন ঘন্টা ধরে চলে ইয়াসের ল্যান্ডফল প্রক্রিয়া। দূরত্বের জেরে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব থেকে বাঁচল কলকাতা। কার্যত শক্তি হারিয়েছে প্রবল শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি। জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তবে, ইয়াসের জেরে এদিন কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টি চলবে। পূর্বাভাস আগামিকাল প্রবল বৃষ্টি হবে ঝাড়খণ্ডে।
এদিন নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে সকাল ৯টা নাগাদ স্থলভাগে আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। মৌসম ভবন বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের বুলেটিনে জানায়, ওড়িশার বালেশ্বরের দক্ষিণে ইয়াসের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিমি।
ইয়াসের জেরে লন্ডভন্ড দিঘা। উত্তাল দিঘার সমুদ্র। পূর্ণিমার ভরা কোটালের জেরে সামিদ্রিক জলচ্ছ্বাস দেখা যায় দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এই দুই জেলায় গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ছিল প্রশাসনও। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি হয়। বাংলায় ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পরার আগেই পরিস্থিতি মোকাবিলায় ১০ জেলায় নামানো হয় সেনা।
মঙ্গলবার সারারাত নবান্ন থেকেই পরিস্থিতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন বলেছেন, ' ঝড় থামলেও ভরা কোটালের জন্য বাংলায় বেশি সমস্যা হচ্ছে। যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ কেউ প্লাবিত গ্রামে ফিরবেন না।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
-
May 26, 2021 15:56 ISTইয়াস তাণ্ডব থেকে রেহাই কলকাতার, কী কারণে?
ঠিক যেভাবে হঠাৎ বাঁক খেত রবার্তো কার্লোসের ফ্রি-কিক।সেভাবেই মাঝসমুদ্রে বেঁকে গিয়ে বুধবার সকালে নির্দিষ্ট সময়ের আগেই পূর্ণ শক্তি নিয়ে আছড়ে পড়ে ওড়িশার ধামারা বন্দরে। সে সময় ইয়াসের বেগ ছিল ঘণ্টায় ১৫৫-১৬০ কিমি। সেই মিরাক্যালের জেরেই এবার ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রেহাই পায় কলকাতা, হাওড়া,হুগলী এবং দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। পড়ুন বিস্তারিত
-
May 26, 2021 15:42 IST২৮-২৯ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মমতা
২৮-২৯ মে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। থাকবেন মুখ্যসচিবও। কপ্টারে মমতা যাবেন প্রথমেউত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ও ধামাখালিতে। সরজমিনে খতিয়ে দেখবেন পরিস্থিতি। করবেন প্রশাসনিক পর্যালোচনা বৈঠক।
এরপর দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলা কপ্টারে নজরদারি করবেন মুখ্যমন্ত্রী। পরে সাগরে গিয়ে প্রশাসনিক পর্যালোচনা করবেন।
শেষে রামনগর, নন্দীগ্রাম ও কাঁথি এলাকার এরিয়াল সার্ভে শেষ দিঘায় যাবেন মমতা। সেখানেও ক্ষয়ক্ষতি সহ নানা বিযয়ে করবেন প্রশাসনিক পর্যালোচনা বৈঠক।
-
May 26, 2021 14:31 ISTমুখ্যসচিবের নেতৃত্বে ত্রাণ ও বিপর্যয় মোকাবিলার বিশেষ কমিটি
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রাণ ও বিপর্যয় মোকাবিলার বিশেষ কমিটি। জানালেন মুখ্যমন্ত্রী।৪৮ ঘণ্টা পর থেকে ক্ষয়ক্ষতির খোঁজখবর নিয়ে ত্রাণ প্রক্রিয়া শুরু হবে।
-
May 26, 2021 14:27 ISTনদীবাঁধ মেরামতির জন্য সেচ দফতরকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
নদীবাঁধ মেরামতির জন্য সেচ দফতরকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যে নদীবাঁধ বাঁচাতে সচিবদের নির্দেশ। কোটালের সময় বিপদ এড়াতে বিচ্ছিন্ন রাখা হবে বিদ্যুৎ। ১৫ লক্ষের বেশি মানুষকে সরানো হয়েছে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
May 26, 2021 14:25 ISTকলকাতা সহ দক্ষিণবঙ্গর জেলাগুলোতে বৃষ্টি চলবে
ইয়াসের জেরে বাঁকুড়া-পুরুলিয়ায় ভারী বৃষ্টি চলবে। হাওড়া, হুগলিতে বৃষ্টি হবে। দিঘাতে ঝড়ের গতি প্রতি ঘণ্টায় ৮৮ কিমি। কলকাতায় ঝড়ের গতি থাকবে ঘন্টায় ৬২ কিমি।
-
May 26, 2021 14:17 IST১ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন: মুখ্যমন্ত্রী
ভরা কোটালের জন্য দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত। নবান্নে সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৫ লক্ষ ঘর ভেঙে গিয়েছে জলের তোড়ে। ১৩৪টি নদীবাঁধ ভেঙে গিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ভরা কোটালে ঘূর্ণিঝড় বলেই অনেক ক্ষতি বলে দাবি মমতার।
-
May 26, 2021 14:01 ISTইয়াসের ল্যান্ডফল শেষ
আগামী ৩ ঘণ্টায় শক্তিশালী ঘূর্ণিঝড় থাকবে ইয়াস। তারপর আগামী ৬ ঘণ্টায় তার শক্তি শক্তি ক্ষয় হবে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
-
May 26, 2021 13:08 ISTজলোচ্ছ্বাসের কারণে জলমগ্ন গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব। প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে জলমগ্ন গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম।
-
May 26, 2021 12:20 ISTজলমগ্ন ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ অংশ
হুগলি নদীর জোয়ারের জলে ১১৭ নম্বর জাতীয় সড়ক সহ জলের তলায় ডায়মন্ড হারবারে বিস্তীর্ণ অংশ।
-
May 26, 2021 12:12 ISTঅতিভারী বৃষ্টির সতর্কতা
ওড়িশা সীমানা অতিক্রমের পথে ঘূর্ণিঝড় ইয়াশ। বৃস্পতিবার সকালে তা আছড়ে পড়বে ঝাড়খণ্ডে। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডে। আগামী ২৪ ঘন্টায় অতি বৃষ্টি হবে ওড়িশা ও বাংলা সমুদ্র উপকূলেও। এই পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দফতরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র।
cycloneyaas is crossing Odisha border, south of Balasore. It'll reach Jharkhand tomorrow morning. It caused heavy to extremely heavy rain in Odisha in past 24 hrs. North Odisha & coastal Odisha expected to receive heavy to extremely heavy rain today: IMD DG Mrutyunjay Mohapatra pic.twitter.com/qaCjzdlU2I
— ANI (@ANI) May 26, 2021
-
May 26, 2021 12:00 ISTগঙ্গাসাগরে প্লাবন, হু হু করে জল ঢুকছে লোকালয়ে
ইয়াস ও ভরা কোটালের জোড়া ফলা। সাগরদ্বীপ ফেরিঘাট ও গঙ্গাসাগর এলাকায় প্লাবন।
-
May 26, 2021 11:43 ISTজল ছাড়ল দুর্গাপুর ব্যারাজ
ক্রমাগত বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারাজ থেকে ১৭ হাজার ২০০ কিউসেক জল ছাড়া হল।
-
May 26, 2021 11:43 ISTকলকাতায় টর্নেডোর আশঙ্কা
ওড়িশার বালাসোর অতিক্রম করেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ক্রমশ তা এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। এই ঘূর্ণিঝড় বাংলায় আছড়ে পড়ার পরই দুপুর ১২টা নাগাদ কলকাতায় টর্নেডো হতে পারে বলে আশঙ্কা। এই সময়ে কলকাতা ও সংলগ্ন জেলার বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুন বিস্তারিত
-
May 26, 2021 11:08 ISTপরিস্থিতি মোকাবিলায় ১০ জেলায় সেনা মোতায়েন
বাংলায় ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পরার আগেই পরিস্থিতি মোকাবিলায় ১০ জেলায় নামানো হয়েছে সেনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, হাওড়া, হুগলি ও নদিয়ায় ১৭ কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সিভিক ভলান্টিয়ার, অফিসার সহ ৩ লক্ষ পুলিশ মোতায়েত রয়েছে। অনবড়ত কাজ করে চলেছেন বিপর্যয় মোকাবিলা, পুরসভা, পঞ্চায়েত, পিডব্লুউডি, বিদ্যুৎ, সেচ, কৃষি দফতরের প্রায় ৭৪ হাজার কর্মী।
-
May 26, 2021 11:03 ISTউত্তাল দিঘার সমুদ্র
দিঘায় উত্তাল সমুদ্র। জলে ভাসছে দিঘার রাস্তা। দুর্গতদের সাঁতার কেটে উদ্ধারের কাজ চলছে।
watch | West Bengal: Turbulent sea and strong winds witnessed in Digha of Purba Medinipur district.
At 9.30 am cycloneyaas is about 30 km south-southeast of Balasore (Odisha). Current intensity of the storm is 130-140 kmph, as per IMD. pic.twitter.com/HLSmtsA1c2— ANI (@ANI) May 26, 2021
-
May 26, 2021 11:00 ISTবালাসোর অতিক্রম করলো ইয়াস
মৌসম ভবনের তরফে বেলা সাড়ে ১০টায় জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস বর্তামানে ওড়িশার বালাসোরের দক্ষিণপ্রান্ত অতিক্রম করেছে। ল্যান্ডফাল প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে আরও ২ ঘন্টা লাগবে।
LATEST OBSERVATIONS AT 1030 HRS IST INDICATE THAT THE SYSTEM IS NOW CROSSING COAST TO THE SOUTH OF BALASORE. THE LANDFALL PROCESS WILL TAKE ABOUT 2 HOURS TO COMPLETE.
— India Meteorological Department (@Indiametdept) May 26, 2021
-
May 26, 2021 10:56 ISTমুখ্যমন্ত্রীর সতর্কবাণী
বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা জানান, যতক্ষণ না প্রশাসন অনুমতি দিচ্ছে, ত্রাণ শিবির থেকে বাড়ি ফেরার চেষ্টা না করতে। তিনি বলেন, “বহু এলাকা ভেসে গিয়েছে। ১৫ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যেতে পেরেছি আমরা। সবাইকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কোটালের কারণে উপকূল এলাকাগুলিতে জলপ্লাবন হচ্ছে। সবাইকে অনুরোধ, এখন কেউ বাড়ি ফিরবেন না। প্রশাসন অনুমতি দিলে তবেই ত্রাণ কেন্দ্রের বাইরে বের হবেন।” পড়ুন বিস্তারিত
-
May 26, 2021 10:15 ISTঝড়ের গতি সর্বোচ্চ ১৫৫কিমি/ঘন্টা
কথা ছিল বেলা ১২টায় ল্যান্ডফল হওয়ার, কিন্তু আশঙ্কা বাড়িয়ে এগিয়ে এল ইয়াসের ল্যান্ডফলের সময়। সকাল ৯টাতেই ধামরায় ল্যান্ডফল করেছে ইয়াস। যা চলবে প্রায় তিন ঘন্টা
Sub: Hourly update in association with Yaas
LANDFALL PROCESS started around 0830 hrs IST.
At 0830 hrs IST, located about 40 KM SOUTH-SOUTHEAST OF BALASORE. pic.twitter.com/We7MYWufAo— India Meteorological Department (@Indiametdept) May 26, 2021
-
May 26, 2021 09:58 ISTবালেশ্বরের দক্ষিণ আছড়ে পড়ল অতি শক্তিশালী সাইক্লোন ইয়াস
স্থলভাগে আছড়ে পড়ল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। মৌসম ভবন বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের বুলেটিনে জানিয়েছে, ওড়িশার বালেশ্বরের দক্ষিণে ইয়াসের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে তিন ঘণ্টা পর্যন্ত। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিমি। সর্বোচ্চ ১৫৫ কিমি পর্যন্ত হতে পারে।
-
May 26, 2021 09:20 ISTইয়াস সতর্কতায় কলকাতায় বন্ধ একাধিক ফ্লাইওভার
ঘূর্ণিঝড় সতর্কতায় কলকাতায় বন্ধ রাখা হচ্ছে একাধিক ফ্লাইওভার। উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
-
May 26, 2021 09:18 ISTঘূর্ণিঝড়ের কারণে কলকাতা বিমানবন্দরে বন্ধ উড়ান
ইয়াসের জন্য সকাল সাড়ে ৮টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ। বিমানের চাকাগুলি চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে।
-
May 26, 2021 09:15 ISTদিঘা থেকে ৮০ কিমি দূরে রয়েছে ইয়াস
দিঘা থেকে ৮০ কিমি দূরে রয়েছে ইয়াস। ওড়িশার ধামড়া থেকে এই মুহূর্তে ৪০ কিলোমিটার ও বালাসোর থেকে ৮০ কিলোমিটার দূরে রয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। আজ, বুধবার বেলার দিকে আছড়ে পড়তে চলেছে ওড়িশার ধামড়া ও বালাসোরের মাঝামাঝি স্থলভূমিতে।
-
May 26, 2021 01:31 ISTওড়িশামুখী ইয়াস
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে, আমফানের মতো ব্যাপকভাবে বাংলায় আছড়ে পড়বে না এই ঘূর্ণিঝড়। বরং ওড়িশার বালেশ্বরে তা ধাক্কা মারবে এটি। মঙ্গলবার রাতের পূর্বাভাস, ক্রমশ ওড়িশার দিকে ঘুরে গিয়েছে ইয়াসের অভিমুখ। মনে করা হচ্ছে এতে কিছুটা হলেও স্বস্তি বাংলার। মঙ্গলবার রাতের পূর্বাভাস অনুযায়ী ওড়িশার চাঁদিপুর থেকে ধামড়ার মধ্যে শক্তিশালী ইয়াস ঘূর্ণিঝড় ভূভাগ ছোঁবে। মায়ানমার ও সংলগ্ন চিনের ওপর অবস্থানকারী উচ্চচাপ বলয় ক্রমশ পশ্চিম প্রান্তে সরে যাওয়ার ফলেই নাকি ইয়াসের অভিমুখ বদল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
-
May 26, 2021 01:29 ISTঝড়ের গতিবিধি নজরে রাতে নবান্নে মমতা
সতর্ক প্রশাসন। ক্ষয়ক্ষতি রুখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সারারাত সেখানেই রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সরকারি আধিকারিকরাও।
-
May 25, 2021 19:12 ISTনবান্নে রাজ্যপাল
ইয়াস মোকাবিলায় নবান্নের কন্ট্রোল রুম থেকে চলছে পরিস্থিতি পর্যবেক্ষণ। জোর তৎপরতায় চলছে সব কাজ। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে নবান্নে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে তখন তদারকি করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল যাওয়ার পরই তিনি তাঁকে স্বাগত জানান। কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সাইক্লোন মোকাবিলায় তা রাজ্যপালকে বিস্তারিত জানান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
-
May 25, 2021 17:40 ISTনবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। নবান্নে কন্ট্রোল রুমের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী।
-
May 25, 2021 17:01 ISTকলকাতায় আমফানের মতো বিধ্বংসী হবে না ইয়াস: আবহাওয়া দফতর
"কলকাতায় আমফানের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই। কলকাতাবাসীর আমফানের মতো আতঙ্কে থাকার কারণ নেই।" সাংবাদিক সম্মেলনে জানাল আবহাওয়া দফতর।
-
May 25, 2021 16:09 ISTঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি দেখতে আলিপুর আবহাওয়া দফতরে রাজ্যপাল
আলিপুর আবহাওয়া দফতরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির খোঁজ নেবেন তিনি। মুখ্যমন্ত্রী যেখানে রাতভর নবান্নে থেকেই পরিস্থিতির উপর নজর রাখবেন, সেখানে আলিপুর আবহাওয়া অফিসে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির খবরাখবর নেবেন তিনি। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতা করছেন রাজ্যপাল।
-
May 25, 2021 15:15 IST৯ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে: মুখ্যমন্ত্রী
ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে নবান্নে সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।
নবান্নে তিনি বললেন, ‘৯ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। ২৪ ঘণ্টা পরিস্থিতির উপর নজরদারি চলছে। ব্লকে ব্লকে কন্ট্রোল রুম খুলে নজরদারি করা হচ্ছে। ল্যান্ডফলের পরই বোঝা যাবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে।’ -
May 25, 2021 14:41 ISTবাংলার দিক থেকে গতিপথ ওড়িশার দিকে সরল ইয়াসের
রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। পশ্চিমবঙ্গ উপকূল থেকে আরও কিছুটা ওড়িশার দিকে সরে গিয়েছে ঘূর্ণিঝড়ের গতিপথ। অর্থাৎ বুধবার দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে বালাসোরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করবে বলে পূর্বাভাস।
At 0830 IST, SCS ‘Yaas’ about 280 km south-southeast of Paradip. To intensify further and cross north Odisha-West Bengal coasts between Paradip and Sagar Island close to north of Dhamra and south of Balasore, during noon of Wednesday, the 26th May as a Very Severe Cyclonic Storm. pic.twitter.com/U03UVjILj9
— India Meteorological Department (@Indiametdept) May 25, 2021 -
May 25, 2021 13:21 ISTদিঘা থেকে ৩৭০ কিলোমিটার দূরে সাইক্লোন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। মৌসম ভবন সূত্রে খবর, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ দিঘা উপকূল থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বালাসোর থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থান ঘূর্ণিঝড়ের।
-
May 25, 2021 12:38 ISTদিঘায় লক্ষাধিক বাসিন্দাকে সরানো হল
তাণ্ডব চালাবে ইয়াস। আশঙ্কায় দিঘা উপকূলবর্তী এলাকা থেকে সরানো হল ১ লক্ষ ১০ হাজার বাসিন্দাকে। দক্ষিণ ২৪ পরগনার বকখালি থেকে ১৬ হাজার বাসিন্দাকে
নিরাপদ জায়গায় সরানো হয়েছে। -
May 25, 2021 11:49 ISTইয়াস মোকাবিলার প্রস্তুতি নিয়ে ফের রাজ্যকে খোঁচা রাজ্যপালের
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলার প্রস্তুতি নিয়ে টুইট করে ফের রাজ্যকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি লেখেন, "ঘূর্ণিঝড় মোকাবিলায় কেন্দ্রীয় বিভিন্ন বাহিনী ও সংস্থা একযোগে রাজ্যের সংস্থাগুলির সঙ্গে কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে জানাই, জীবনহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি রুখতে হবে। ভারতীয় বিমানবাহিনী ও মৌসম ভবনের প্রশংসনীয় ভূমিকার জন্য দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি আরও ভাল হয়েছে। দেশের সংবিধানে কেন্দ্র ও রাজ্যের একসঙ্গে কাজ করাটাই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ভিত্তি।"
ভিত্তি।"
-
May 25, 2021 10:26 ISTইয়াস মোকাবিলায় দিঘায় নামল সেনা
সাইক্লোন মোকাবিলায় দিঘা উপকূলে নামানো হল সেনা। জওয়ানদের ৭০ জনের একটি দল এসে পৌঁছেছে দিঘায়।
-
May 25, 2021 09:59 ISTইয়াস আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ হতে পারে ১৮৫ কিমি প্রতি ঘণ্টা
মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ, বাংলা ও ওড়িশা উপকূলে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার সকালে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় সেই বেগ ১৮৫ কিমি প্রতি ঘণ্টা হতে পারে বলে আশঙ্কা। পরিস্থিতির উপর নজর রেখে বৃহস্পতিবারের আগে গভীর সমুদ্রে যাওয়ার ব্যাপারে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করেছে।
-
May 25, 2021 09:10 ISTশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস
উদ্বেগ বাড়িয়ে সোমবার রাতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। মঙ্গলবার আরও শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস। বাংলা, ওড়িশা এবং অন্ধ্র উপকূলে শুরু হবে ভারী বৃষ্টিপাত। উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদে সরানো হচ্ছে বাসিন্দাদের।
-
May 24, 2021 16:02 IST"আমরা তৈরি আছি", রাজ্যবাসীকে আশ্বাস মমতার
এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের যা গতিবেগ, সেই অনুযায়ী বুধবার সন্ধ্যেয় নয় দুপুরেই বাংলায় আছড়ে পড়বে সাইক্লোন ইয়াস। এমনটাই জানান হয়েছে। এই আবহে সাংবাদিক সম্মেলন করে বঙ্গবাসীকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "আমফানের থেকেও বড় হতে চলেছে এই ঝড়। আগের বার সামলে দিয়েছিলাম। এ বারও যেন পারি। জনগণের জন্য যতটা তৈরি থাকা প্রয়োজন, আমরা তৈরি। সতর্ক থাকুন।" সবিস্তারে পড়ুন- ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুত নবান্ন, সজাগ-সতর্ক হতে কী কী বললেন মুখ্যমন্ত্রী?
-
May 24, 2021 15:47 ISTজেলায় জেলায় ইয়াস সতর্কবার্তা
ইয়াসের দাপট শুরু বাংলায়। প্রবলবেগে শুরু ঝড়-বৃষ্টি। জেলায় জেলায় ক্রমশ বাড়ছে সাইক্লোন দাপট। ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করল মৌসম ভবন।
(iv) Storm surge warning: Tidal waves of height 2-4 meters above astronomical tide are likely to inundate low lying coastal areas of Jhargram, south 24 Parganas, Medinipur, Balasore, Bhadrak, Kendrapara & Jagatsighpur Districts around the time of landfall.
— India Meteorological Department (@Indiametdept) May 24, 2021 -
May 24, 2021 14:48 ISTমমতার সঙ্গে বৈঠকে কী জানালেন শাহ?
পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন অমিত শাহ। বৈঠকে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। পূর্ব নির্ধারিত কাজ থাকায় আজকের বৈঠকে প্রথমে ঠিক হয়ছিল থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী। যদিও পরে সিদ্ধান্ত বদলে উপস্থিত থাকেন মমতা । বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, ইয়াস মোকাবিলায় অমিত শাহ-মমতা বৈঠক, প্রস্তুতিতে জোর
-
May 24, 2021 13:14 ISTতাজপুরে জলোচ্ছ্বাস আটকানোর প্রস্তুতি তুঙ্গে
পূর্ব মেদিনীপুরের তাজপুরে সমুদ্র তীরবর্তী এলাকায় ব্ল্যাক স্টোন ফেলে জলোচ্ছ্বাস আটকানোর ব্যবস্থা করা হয়েছে। তাজপুর লাগোয়া চাঁদপুরে গার্ডওয়াল থাকা সত্ত্বেও তার উপর নেট ও বালির বস্তা ফেলে উঁচু করা হচ্ছে।
-
May 24, 2021 13:08 ISTআগামী ১২ ঘণ্টায় প্রবল রূপ ধারণ ইয়াসের
সময় যত এগোবে, ততই শক্তিবৃদ্ধি করবে ঘূর্ণিঝড় ইয়াস। আগামী ১২ ঘণ্টায় প্রাবল্য আরও বাড়বে। ল্যান্ডফলের আগে শক্তি বাড়িয়ে অতি তীব্র ঝড়ের রূপ নেবে এই সাইক্লোন। সতর্ক করল মৌসম ভবন।
At 0830 IST,CS ‘Yaas’ centred near 16.4°N/89.6°E, 630 km south-southeast of Balasore (Odisha). Would intensify further into SCS during next 12 hours and into a VSCS during subsequent 24 hours, to cross north Odisha-West Bengal coasts b/w Paradip and Sagar islands around 26th noon pic.twitter.com/8MVn33G4fB
— India Meteorological Department (@Indiametdept) May 24, 2021 -
May 24, 2021 13:04 ISTবাংলা থেকে কত দূরে ইয়াস?
পোর্ট ব্লেয়ার থেকে বর্তমানে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস। দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে। পারাদ্বীপ থেকে রয়েছে ৫৪০ কিলোমিটার দূরে। হাওয়া অফিসের পূর্বাভাস, এর পর উত্তর ও উত্তর-পশ্চিমে এগোতে থাকবে এই ঘূর্ণিঝড়।
-
May 24, 2021 12:58 ISTধেয়ে আসছে ঘূর্ণিঝড়! কী জানাল মৌসম ভবন
মৌসম ভবনের তরফে জানান হয়েছে বঙ্গোপসাগরের পূর্বমধ্যভাগে নিম্মচাপ রয়েছে। সেটি পোর্ট ব্লেয়ারের ৬০০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থা করছে৷ গভীর থেকে গভীরতর হচ্ছে এই নিম্মচাপটি। ২৪ মে সকাল থেকেই ঘূর্ণিঝড়ের আকার নেবে ইয়াস। আগামী ২৪ ঘন্টায় অতি তীব্র রূপ ধারণ করবে এই সাইক্লোন।
Deep Depression over Eastcentral Bay of Bengal intensified into Cyclonic Storm ‘Yaas’ and about 600 km of Port Blair. To intensify into a Severe Cyclonic Storm during next 24 hours and into a Very Severe Cyclonic Storm during subsequent 24 hours. pic.twitter.com/HfREdsMtOL
— India Meteorological Department (@Indiametdept) May 24, 2021