Advertisment

"বার বার কেন ভাঙছে বাঁধ? প্রতি বছর লক্ষ লক্ষ টাকা জলে", নবান্নের বৈঠকে ক্ষুব্ধ মমতা

Cyclone Yaas Mamata Banerjee Latest News: গাফিলতি নিয়ে তিন দিনের মধ্যে সেচ-সহ সংশ্লিষ্ট দফতরগুলিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, FICCI, bengal Corona

নবান্নে থেকে এই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Cyclone Yaas Mamata Banerjee: ফি বছর ঘূর্ণিঝড়-প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে রাজ্যের। বারবার ভাঙছে নদীবাঁধ, ক্ষতি হচ্ছে উপকূলবর্তী এলাকার। ঘরবাড়ি হারাচ্ছেন মানুষ। বারবার বাঁধ ভাঙার ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে ইয়াস পরবর্তী পর্যালোচনা বৈঠকে অসন্তোষ প্রকাশ করলেন মমতা। বারবার ক্ষয়ক্ষতির জেরে রাজ্যের ব্যাপক টাকা অপচয় হচ্ছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

Advertisment

এদিন তিনি বলেন, "বারবার বাঁধ কেন ভাঙছে, লক্ষ লক্ষ টাকা প্রতি বছর জলে যাচ্ছে। নদীবাঁধ ভাঙন রুখতে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য এলাকায় ভ্যাটিভার ঘাস ব্যবহার করতে হবে। দিঘায় সৌন্দর্যায়নের ভিত্তিটাই ভুল হয়েছে। দিঘার চিফ ইঞ্জিনিয়ারকে দায়িত্ব নিতে হবে।" এদিন তিনি বলেন, "প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতিই সহায়ক কর্মসূচি নিয়েছে রাজ্য। প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি রুখতে প্রকৃতিগত ভাবে তা সামলানোর ব্যবস্থা করা হবে।"

আরও পড়ুন নিয়মবিরুদ্ধ-অপ্রত্যাশিত! আলাপনকে শোকজ নোটিসের নিন্দায় সরব প্রাক্তন শীর্ষ আমলারা

গত বছর আমফানের জেরে সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেইসময় পাঁচ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর কর্মসূচি নেয় সরকার। সেগুলি কোথায় গেল তা নিয়ে প্রশ্ন করেন মমতা। আমফানের সময় ভেঙে পড়া গাছগুলিই বা কোথায় গেল তা নিয়েও সওয়াল করেন মুখ্যমন্ত্রী। গাফিলতি নিয়ে তিন দিনের মধ্যে সেচ-সহ সংশ্লিষ্ট দফতরগুলিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা।

সব রাজ্যকে বিনামূল্যে করোনার টিকা নিয়ে কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বিহারে নির্বাচনের সময়ও কেন্দ্রীয় মন্ত্রীরা বিনামূল্যে ভ্যাকসিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এসবই ভাওতা। বারবার একই মিথ্যা কথা বলে। নিজের টাকা দিয়ে ১৫০ কোটি টাকার টিকা কিনেছে রাজ্য। দিল্লি থেকে যা বলে কিন্তু কিছু করে না। আমরা চাই কেন্দ্র রাজ্যের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করুক। সব নাগরিকের বিনামূল্যে টিকা পাওয়া উচিত।"

আরও পড়ুন ইয়াস পরবর্তী পুনর্গঠন কাজ-ত্রাণ বন্টন নিয়ে কড়া হুঁশিয়ারি মমতার

এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, "ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ফোন করেছিলেন এই টিকা সংক্রান্ত ব্যাপারে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও সব মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন। তিনি বিনামূল্য টিকার জন্য কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে বলেছেন"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Nabanna Cyclone Yaas
Advertisment