বাংলায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। আবহাওয়া দফতর সূত্রে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৫ তারিখ থেকে শুরু হবে বৃষ্টি। ২৬ তারিখ থেকে শুরু হবে ভারী বৃষ্টি। ২৫ তারিখ ৭০ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। ২৬ তারিখ দুপুরের মধ্যে পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিতে পারে সেই ঘূর্ণিঝড়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৪ তারিখের আগে নিম্নচাপ চেহারা নেবে সাইক্লোন। ২৪ তারিখের পর ঝড় চেহারা নেবে সিভিয়ার সাইক্লোনের। যদিও, আবহাওয়া দফতর জানিয়েছে, দেখে মনে হচ্ছে আমফানের থেকে কম শক্তিশালী হবে ঘূর্ণিঝড়।
এদিকে, ২৩ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপরদিকে, আমপানের মতো ইয়াস-এর সময়েও নবান্নের কন্ট্রোল রুম থেকেই রাজ্যের পরিস্থিতির উপর নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ এবং ২৬ মে, পর পর এই দু’দিন তিনি থাকবেন নবান্নে। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।
নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, ইয়াস-এর মতো ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নবান্ন এবং উপান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে থেকেই রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী। ঠিক যেমনটা তিনি করেছিলেন আমপানের ক্ষেত্রেও। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন রাজ্যের শীর্ষ স্তরের আধিকারিকরা। ইতিমধ্যে যশ মোকাবিলায় একাধিক প্রস্তুতি সেরেছে নবান্ন।
উপকূল এলাকায় চলছে মাইকিং। কোভিড বিধি মেনে ত্রাণ শিবিরে স্থানীয়দের সরাতে তৎপর জেলা প্রশাসন।