scorecardresearch

ইডেনেও ডিএ আন্দোলনের আঁচ, ‘হকের দাবি’তে প্ল্যাকার্ড হাতে সরকারি কর্মীরা

কীভাবে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসের ম্যাচে ডিএ-এর দাবি প্ল্যাকার্ড হাতে দর্শকরা ঢুকলেন তা নিয়েই প্রশ্ন উঠছে।

da agitators held placards at ipl match in eden demanding payment of dues , ইডেনেও ডিএ আন্দোলনের আঁচ, 'হকের দাবি'তে প্ল্যাকার্ড হাতে সরকারি কর্মীরা
ক্রিকেটের নন্দনকারনে বকেয়া ডিএ-এর দাবিতে প্ল্যাকার্ড।

পরনে কেকেআরের জার্সি, মুখে রাসেল-রানাদের সমর্থনে চিল চিৎকার। কিন্তু হাতের প্ল্যাকার্ডে বকেয়া ডিএ মেটানোর দাবি। সোমবার এমনই ছবি ধরা পড়েছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। কীভাবে কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসের ম্যাচে ডিএ-এর দাবি প্ল্যাকার্ড হাতে দর্শকরা ঢুকলেন তা নিয়েই প্রশ্ন উঠছে।

জানা গিয়েছে, মাঠে আইপিএলের ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন বকেয়া ডিএ-এর দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের বেশ কয়েকজন। তাঁরাই ‘হকের দাবি’ পূরণে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন।

আইপিএল ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি থাকে। ম্যাচের চার-ছয়ের প্ল্যাকার্ড ছাড়া অন্য কোনও কিছু নিয়ে ঢোকা যায় না। কিন্তু, ডিএ আন্দোলনকারীরা কীভাবে তাঁদের দাবি-দাওয়া সংক্রান্ত প্ল্যাকার্ড নিয়ে ইডেনে ঢুকে পড়লেন তা নিয়ে প্রস্ন উঠতে শুরু করেছে। যদিও আন্দোলনকারীদের দাবি, অধিকার বুঝে নেওয়ায় লড়াইয়ের কথা দর্শকদের জানানো হয়েছে প্ল্যাকার্ডে লিখে। এতে অন্যাায়ের কিছু নেই।

কেন্দ্রীয় হারে ডিএ-এর দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যোথ মঞ্চের অবস্থান কর্মসূচির শততম দিন অতিক্রান্ত। ভেস্তে গিয়েছে মমতা সরকারের সঙ্গে সরকারি কর্মীদের আলোচনা। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। এই প্রেক্ষাপটে নিজেদের দাবি-দাওয়া বুঝে নিতে ইডেনে আইপিএলের আসরকেই কাজে লাগালেন ডিএ আন্দোলনরত সরকারি কর্মীদের একাংশ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Da agitators held placards at ipl match in eden demanding payment of dues