Advertisment

রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে: শীর্ষ আদালতের বক্তব্যে জোর চর্চা!

শুক্রবার শীর্ষ আদালতে রাজ্যের ডিএ মামলা উঠেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
2022 primary tet supreme court interim stay , প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম স্থগিতাদেশ, প্রশ্নের মুখে প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগ

সুপ্রিম কোর্ট।

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ। সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল ডিএ মামলা। যদিও মামলা খারিজ করেনি শীর্ষ আদালত। সর্বোচ্চ আদালত জানিয়েছে, ডিএ মামলার শুনানির জন্য নির্দিষ্ট দিন স্থির করতে হববে। এদিন মামলাটির দীর্ঘ শুনানির প্রয়োজনীয়তার কথা সুপ্রিম কোর্টে জানান রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। তারপরেই শীর্ষ আাদলেতর তরফে মামলার নির্দিষ্ট দিন ঠিক করা কথা জানানো হয়।

Advertisment

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি পঙ্কজ মিথিলার ডিভিশন বেঞ্চে রাজ্যের ডিএ মামলাটি ওঠে। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করতে ওঠেন। তিনি বলেন, 'রাজ্যের প্রায় ৪ লক্ষ কর্মীকে ডিএ দিতে গেলে রাজ্যের উপর ৪১ হাজার কোটি টাকার বোঝা চাপবে। সেই কারণেই এই মামলাটির দীর্ঘ শুনানির প্রয়োজনীয়তা রয়েছে।''

আরও পড়ুন- ইলশেগুড়ি বৃষ্টিতেই কেল্লাফতে! ঝাঁকে-ঝাঁকে রুপোলি শষ্যে জাল ছেঁড়ার জোগাড় দিঘায়!

রাজ্য সরকারের আইনজীবী এই যুক্তি শোনার পর ডিভিশন বেঞ্চ জানায়, ডিএ মামলার শুনানির জন্য নির্দিষ্ট দিন ঠিক করা হবে। উল্লেখ্য, গত বছর রাজ্য সরকারী কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ্যভাতা দিতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ডিএ দিতে গিয়ে রাজ্যের ঘাড়ে ৪১ হাজার কোটিরও বেশি টাকার বোঝা চাপবে বলে জানানো হয়।

সেই খরচ রাজ্যের পক্ষে বহন করা কঠিন বলেও বিভিন্ন যুক্তি দিয়ে বোঝানো হয়। তবে সরকারি কর্মীদের আইনজীবীও আদালতে জানান, ডিএ সরকারি কর্মীদের ন্যায্য অধিকার। তবে আপাতত ডিএ নিয়ে সরকারি কর্মীদের অপেক্ষা ছাড়া পথ নেই।

West Bengal supreme court WB govt
Advertisment