/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/sc.jpg)
সুপ্রিম কোর্ট।
এই নিয়ে ছ'বার। ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আপাতত ডিএ মামলার শুনানি স্থগিত রাখা হচ্ছে বলে জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফে। ডিএ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ এপ্রিল। উল্লেখ্য, বয়েকা ডিএ-এর দাবিতে মমতা সরকারের উপর চাপ বাড়াতে বর্তমানে দিল্লিতে আন্দোলন করছেন বাংলার সরকারি কর্মচারিরা।
২০২২ সালের মে মাসে রাজ্য সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল নবান্ন। রাজ্যের যুক্তি ছিল, হাইকোর্টের সিদ্ধান্ত মেনে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় হবে। যা রাজ্য সরকারের কোষাগারের প্রেক্ষিতে বর্তমানে বহন করা অসম্ভব।
পাল্টা রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীর দাবি ছিল, বকেয়া ডিএ দিতে হলে রাজ্যের উপর বিশাল অঙ্কের আর্থিক বোঝা চাপলে ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকার। এর থেকে তাঁদের কখনওই বঞ্চিত করা যাবে না।
এরপর ২০২২ সালের ৫ ডিসেম্বর ডিএ মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে। এরপর থেকে বারবার পিছোচ্ছে ডিএ মামলার শুনানি।
য়।