DA Hike: পুজোর মধ্যেই কেন্দ্রের বড় ঘোষণা, ফের ৩ শতাংশ বাড়ল মহার্ঘ্য ভাতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ্য ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এই বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা বিশেষ ভাবে উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ্য ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এই বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা বিশেষ ভাবে উপকৃত হবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Controversy over Firhad Hamik's comments attacking Modi and Rekha Patra: মোদী ও রেখা পাত্রকে কটাক্ষ ফিরহাদ হাকিমের

পুজোর মধ্যেই কেন্দ্রের বড় ঘোষণা, ফের ৩ শতাংশ বাড়ল মহার্ঘ্য ভাতা

পুজোর মধ্যেই কেন্দ্রের বড় ঘোষণা, ফের ৩ শতাংশ বাড়ল মহার্ঘ্য ভাতা।  

উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকার তার কর্মী ও পেনশনভোগীদের জন্য দিল বড়সড় সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ্য ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এই বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা বিশেষ ভাবে উপকৃত হবেন। এটি কার্যকর হবে ১ জুলাই ২০২৫ থেকে। কর্মচারীরা জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের এরিয়ার সহ নতুন অঙ্কের ডিএ অক্টোবর মাসের বেতনের সঙ্গেই পাবেন। 

Advertisment

দুর্গাপুজো ও দীপাবলির আগে সরকারি কর্মীদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় সরকার। নবমীর দিনই ঘোষণা করা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা (ডিএ) ৩ শতাংশ বাড়ানো হচ্ছে। ফলে কর্মীদের ডিএ ৫৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ৫৮ শতাংশে। এই নয়া সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে। অক্টোবর মাসের বেতনের সঙ্গেই কর্মীরা পাবেন নতুন হারে ডিএ এবং গত জুলাই, অগস্ট ও সেপ্টেম্বর মাসের এরিয়ার।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএ-র হার  ৫৫% থেকে বাড়িয়ে ৫৮% করা হয়েছে। মুদ্রাস্ফীতির প্রভাব কমানোর লক্ষ্যে নেওয়া এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় ৪৯.১৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮.৭২ লক্ষ পেনশনভোগী। যদিও সিদ্ধান্ত অক্টোবর মাসে নেওয়া হয়েছে, কিন্তু ডিএ-র হিসাব ধরা হবে জুলাই থেকে। অর্থাৎ অক্টোবরের বেতনের সঙ্গে কর্মীরা তিন মাসের বকেয়াও পাবেন। 

Advertisment

উল্লেখ্য এর আগে ১ জানুয়ারি ২০২৫-এ সরকার মহার্ঘ্য ভাতা ও মহার্ঘ্য ভাতা রিলিফ (ডিএ ও ডিআর) ২ শতাংশ বাড়িয়েছিল। সেই সময় ডিএ ৫৩% থেকে বেড়ে হয়েছিল ৫৫%। এবার আবার ৩% বৃদ্ধি করে তা দাঁড়াল ৫৮%-এ। কেবল কর্মী ও পেনশনভোগীই নয়, ৭ম বেতন কমিশনের আওতায় থাকা ফ্যামিলি পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন।

আরও পড়ুন- নিন্মচাপের প্রভাবে তুমুল বৃষ্টির ভয়ঙ্কর সতর্কতা জারি, বিজয়া দশমীতে ভাসবে কোন কোন জেলা?

modi Da