Advertisment

ডিএ ধর্না দিল্লিতেও, মুখ্যমন্ত্রীকে তুলোধনা করে যন্তর মন্তর কাঁপাচ্ছেন আন্দোলনকারীরা

বকেয়া ডিএ-র দাবিতে এবার দিল্লির দরবারে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Da protestors raise their demand at delhi jantar mantar

বাংলার ডিএ ধর্না এবার দিল্লিতেও।

বকেয়া ডিএ-র দাবিতে এবার দিল্লির দরবারে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। আজ ও কাল দিল্লির যন্তর মন্তরে তাঁদের ধর্না কর্মসূচি। রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে এবার দিল্লির বুকে ডিএ আন্দোলনের ঝাঁঝ তুঙ্গে তুলতে মরিয়া যৌথ সংগ্রামী মঞ্চ। রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতির পাশাপাশি কেন্দ্রীয় অর্থ ও শিক্ষামন্ত্রীকেও স্মারকলিপি জমা দেবেন আন্দোলনকারীরা।

Advertisment

রাজ্যের ৩ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্তকে আমলই দেন না তাঁরা। বকেয়া ডিএ-র দাবিতে তাই টানা আন্দোলনে যৌথ সংগ্রামী মঞ্চ। কলকাতায় শহিদ মিনার চত্বরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। এরই পাশাপাশি নির্ধারিত সূচি মেনে আজ দিল্লিতেও পৌঁছে গিয়েছেন প্রায় পাঁচশো আন্দোলনকারী। দিল্লির যন্তর মন্তরে আজ ও কাল ডিএ-র দাবিতে আন্দোলন।

আরও পড়ুন- কুড়মিদের অবরোধ উঠল খেমাশুলিতেও, নবান্নের কোন বার্তা টনিকের মতো কাজে দিল?

৭৪ দিনে পড়েছে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলন। এর আগে কলকাতার রেড রোডে ধর্না মঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদের নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনাকারীদের চিরকুটে চাকরি হয়েছিল বলেও তোপ দেগেছিলেন তৃণমূল সুপ্রিমো। এমনকী আন্দোলনকারীদের 'চোর-ডাকাত' পর্যন্ত বলেছিলেন মমতা। খোদ মুখ্যমন্ত্রীর এই আক্রমণে প্রবল ক্ষুব্ধ আন্দোলনকারীরাও।

আরও পড়ুন- দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা, বেপরোয়া গতির বলি ৫

কলকাতা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে গিয়ে পের একবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও নিশানা করছেন আন্দোলনকারীরা। সোমবার সকালে দিল্লির যন্তর মন্তরে ডিএ আন্দোলনকারীদের ধর্না মঞ্চে সামিল হতে দেখা গিয়েছে সিপিএম নেতা হান্নান মোল্লাকে।

Mamata Banerjee delhi West Bengal Jantar Mantar DA Protest Da Protestors
Advertisment