Advertisment

Travel: সিমলা-উটিকেও ঘোল খাওয়াবে বাংলার এপ্রান্ত! পাহাড়ি গ্রামের অনিন্দ্যসুন্দর শোভায় মোহিত হবেনই!

North Bengal: উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এমন নজরকাড়া একাধিক পর্যটন কেন্দ্র রয়েছে যাদের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে মন মোহিত হবেই। বছরভর এই এলাকাগুলিতে দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে ইদানিং অনেকেই বেড়ানোর ক্ষেত্রে একটু অফবিট ডেস্টিনেশন অর্থাৎ একটু নিরিবিলি জায়গার খোঁজ করেন। ভ্রমণপ্রিয় বাঙালির সেই অংশটির জন্যই রইল বিশেষ এই প্রতিবেদনটি।

author-image
Nilotpal Sil
New Update
Rangeet Majua in Mane Bhanjang Beautiful Monsoon Locations In North Bengal, রঙ্গিত মাজুয়া, দার্জিলিং, অফবিট লোকেশন

Travel: পাহাড় কোলের অপরূপ এই গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের প্রেমে পড়ে যাবেন।

Offbeat Holiday Destination: বাঙালির তো পায়ের তলায় সর্ষে! সুযোগ পেলেই দিন কয়েকের জন্য ঘুরতে যেতে পছন্দ করেন না এমন বাঙালির হদিশ পাওয়াই দুষ্কর। এই বাংলাতেই এমন অনেক জায়গা আছে যেখানে একবার গেলে আর ফিরতে যেন মনই চায় না। তেমনই একটি জায়গা হল দার্জিলিঙের (Darjeeling) ধোত্রে (Dhotrey)। সান্দাকফু (Sandakphu) যাওয়ার পথের এই ছোট্ট পাহাড়ি এই জনপদের মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্যের কথা লেখনীতে বর্ণনা করা বেশ কঠিন। এতল্লাটের ভুবন ভোলানো সৌন্দর্য্যে মোহিত হবেনই হবেন! দিন কয়েকের জন্য বেড়ানোর আদর্শ এক ঠিকানা হল পাহাড়ঘেরা এই গ্রাম।

Advertisment

উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এমন অনেক জায়গা আছে যেখানে একবার গেলে মনে হয় ছুটে যাই বারবার। তেমনই একটি জায়গা হল দার্জিলিঙের সিঙ্গালীলা জাতীয় উদ্যানের মধ্যে পাহাড় কোলে ঘুমিয়ে থাকা ধোত্রে গ্রাম। পাহাড়ি এই এলাকার বেশ কয়েকটি গ্রামই এককথায় অনবদ্য। তবে ধোত্রের সৌন্দর্য্য সত্যিই অসাধারণ। কী নেই এখানে! স্নিগ্ধ-শীতল পরিবেশে দিন কয়েকের ছুটির জন্য একশোয় একশো পাবে এই স্থান।

আরও পড়ুন- পাহাড়ঘেরা গ্রামের বুক চিরেছে নদী, উত্তরবঙ্গের এতল্লাট এককথায় অসাধারণ!

চোখ মেললেই সুন্দরী কাঞ্চনজঙ্ঘা আর নাম না জানা পাহাড়ি পাখির দলের কিচিরমিচির উত্তরবঙ্গের এই প্রান্তকে যেন আরও মোহময়ী করে তুলেছে। পাহাড়ি ফুল এবং পাইনের সারি দিয়ে সাজানো ধোত্রে ক্যালেন্ডারের বাঁধানো ছবির চেয়ে কোনও অংশে কম নয়। নির্জন-নিরিবিলি এই পাহাড়ি জনপদে মাত্র কয়েকটি পরিবারের বাস। মেরেকেটে ৫০ থেকে ৬০টি পরিবার নিয়েই এই ধোত্রে গ্রাম।

আরও পড়ুন- নির্জন সমুদ্রে লাল কাঁকড়ার সমাহার, এতল্লাট কলকাতার খুব কাছেই

কীভাবে যাবেন ধোত্রে গ্রামে?

কলকাতার দিক থেকে গেলে হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি বা এনজেপিতে পৌঁছতে হবে। সেখান থেকে গাড়ি বুক করে নিয়ে ধোত্রে গ্রামে পৌঁছে যেতে পারেন।

আরও পড়ুন- বেড়ানোর তুফানি মজা এখানেই! কান পাতলেই শোনা যায় জল-জঙ্গলের ফিসফিসানি!

ধোত্রে গ্রামে থাকার বন্দোবস্ত কী?

ছোট্ট এই গ্রামে স্থানীয় বাসিন্দারাই খুলেছেন হোম স্টে পরিষেবা। আগে থেকে বুক করে যেতে পারেন। দিন পিছু জনপ্রতি থাকা-খাওয়া মিলিয়ে এক হাজার থেকে বারোশো টাকার আশেপাশে খরচ পড়তে পারে।

West Bengal north bengal tourism darjeeling travel destination Dhotre Tourist Spot
Advertisment