পর্যটনের সুপার ডুপার হিট মরশুম এবার। জাঁকিয়ে শীত রাজ্যজুড়ে। হাড়কাঁপানো শীতের মাঝেই পাহাড়ের টানে ছুটে যাচ্ছেন বহু পর্যটক। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙে পর্যটকদের ঢল নেমেছে। অনেকে এখনও সময় বের করে গিয়ে উঠতে পারেননি। অনেকের আবার ট্রেনের টিকিট কাটা, কিন্তু হোটেল বা হোম স্টে বুক করা হয়নি। অনেকে এমনও আছেন যাঁরা এখনও থাকা-খাওয়ার জায়গা সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন। পর্যটকদের একটি বড় অংশ হোম স্টে-তে থাকতে চাইছেন। তেমনই ভ্রমণপিপাসু কিছু পর্যটকদের জন্য দার্জিলিং ও কালিম্পঙের বেশ কিছু হোম স্টে-র খোঁজ দেব আমরা।
বেড়াতে গিয়ে হোটেলে তো সবাই থাকেন, তবে গত কয়েক বছরে গোট দেশেই হোম স্টে পরিষেবা দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। এরাজ্যেও দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং ও ডুয়ার্সের সর্বত্র হোম স্টে-র ছড়াছড়ি। পর্যটকদের একটি বড় অংশ হোটেলের তুলনায় এখন বেড়াতে গিয়ে হোম স্টে-কেই বেছে নিচ্ছেন। হোম স্টে-তে থাকা-খাওয়ার খরচ মোটামুটি নাগালের মধ্যেই। ফুডিং-লজিংয়ের ব্যবস্থা একসঙ্গে ধরে খরচ নেওয়ায় পকেট পারমিটের ক্ষেত্রে সমস্যা বাড়ে না।
দার্জিলিং এবং কালিম্পঙে এমন বেশ কিছু হোম স্টে সাড়া ফেলে দিয়েছে। প্রথমেই দার্জিলিঙের কয়েকটি জনপ্রিয় হোম স্টে-র নাম ও ফোন নম্বর দেওয়া হল।
দার্জিলিঙের কয়েকটি হোম স্টে-র নাম ও ফোন নম্বর :
১. ক্রাউন ইম্পেরিয়া হোম স্টে – 07947454527
২. হিলি ড্রিম হোম স্টে – 07947317349
৩. শ্রীনিবাস হোম স্টে – 07947059059
৪. টি ভিউ হোম স্টে – 07947107036
৫. নিউ সিঙ্গালীলা পার্ক হোম স্টে – 07947115904
৬. গুরু হোম স্টে- 07947346302
৭. নেচার ভিউ হোম স্টে- 07947212185
৮. তোরইয়াক রিয়াং হোম স্টে- 07947119148
৯. পারমিতা হোম স্টে- 07947423845
১০. সুদীপ হোম স্টে- 07947424666

কালিম্পঙের কয়েকটি হোম স্টে-র নাম ফোন নম্বর :
১. শেরপা হোম স্টে – 07947418902
২. ম্যাঙ্গনোলিয়া হোম স্টে – 07947419432
৩. মানস সরোবর হোম স্টে – 07947419761
৪. হোলুম্বা হোম স্টে – 07947420501
৫. সমীর হোম স্টে – +91-7501844554
৬. খাম্বু হোম স্টে – 9547280360
৭. দ্য সায়র হোম স্টে – 07947429800
৮. ডেলো লেক হোম স্টে – +91-7501844554