Advertisment

Darjeeling: পরপর তিনবার-আর নয় এবার, দার্জিলিংয়ে 'বহিরাগত' প্রার্থী চাইছেন না খোদ বিজেপি বিধায়ক!

Karshiang BJP MLA Vishnuprasad Sharma On Darjeeling: তৃণমূলের পথেই এবার 'বহিরাগত' তত্ত্বে শান পদ্ম বাহিনীর অন্দরে।

author-image
IE Bangla Web Desk
New Update
darjeeling lok sabha seat outsider candidate bjp karshiang mla vishnu prasad sharma , দল যদি ফের বহিরাগতকে দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে বেছে নেয় তবে কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন

দার্জিলিং নিয়ে বিজেপির অন্দরে বিবাদ স্পষ্ট।

Darjeeling Loksabha BJP: গত তিনবার বিজেপির প্রতীকে দার্জিলিং লোকসভা থেকে সাংসদ নির্বাচিত হয়েছে। যশবন্ত সিং (২০০৯-১৪), এস এস আলুওয়ালিয়া (২০১৪-১৯), রাজু বিস্তা (২০১৯ থেকে ২০২৪)। দলের প্রতীক ছাড়াও এদের আরও দু'টি বিষয়ে মিলও রয়েছে। প্রথমত, এঁরা তিনজনই কেউ-ই দার্জিলিংয়ের স্থায়ী বাসিন্দা নন। দ্বিতীয়ত, এই তিন গেরুয়া সাংসদের বিরুদ্ধেই পাহাড়ে নিখোঁজ বা নিরুদ্দেশ পোস্টার পড়েছে। এবার পাহাড়ের উন্নয়নে দলের এই 'বহিরাগত' সাংসদদের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠল বঙ্গ বিজেপির অন্দরে। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা রীতিমত হুঙ্কার ছেড়ে বললেন, 'এবার দার্জিলিংয়ের ভূমিপুত্রকে প্রার্থী না করলে দলে থেকেই নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব।'

Advertisment

একুশের ভোটে বিজেপির বিরুদ্ধে 'বহিরাগত' তত্ত্ব খাড়া করেছিল তৃণমূল। এবার সেই আওয়াজই পদ্ম শিবিরের অন্দরে। বছরের পর বছর দার্জিলিং কেন্দ্রের 'বহিরাগত'দের প্রার্থী করায় বুধবার ফোঁস করেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক।

কী বলেছেন বিজেপি বিধায়ক?

বুধবার বিধানসভায় এসেছিলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। সেখানেই সংবাদ মাধ্যমে লোকসভায় দার্জিলিংয়ের প্রার্থী নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাড়া পাহাড়ে শক্ত করতে রাজনৈতিকভাবে পোক্ত ভূমিপুত্রকে দার্জিলিংয়ে বিজেপির প্রার্থী করা উচিত। বছরের পর বছর কেন বহিরাগতদের পার্থী করা হচ্ছে? এঁরা জেতার পর পাহাড়ের দিকে ফিরে তাকান না। সাংসদ হিসাবে ভূমিপুত্রকেই চাই। সংসদীয় এলাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকলেই তাঁকে ভূমিপুত্র বলা যায় না। আমিও যদি মহারাষ্ট্র গিয়ে ফ্ল্যাট কিনে থাকি তাহলে কি আমি ভূমিপুত্র হয়ে যাব? মেনে নেবেন স্থানীয়রা? পাহাড় নিয়ে ফুটবল খেলা হচ্ছে। শুধু পাহাড়ের কথা বলছি না, দার্জিলিং লোকসভার অন্তর্গত এলাকা থেকে ভূমিপুত্র কোনও ভাল ব্যক্তিকে বিজেপি প্রার্থী করুক।'

এরপরই দলীয় নেতৃত্বকে রীতিমত চ্যালেঞ্জ করে হুঁশিয়ারি ছুড়েছেন বিধায়ক বিষ্ণুপ্রসাদ। বলেন, 'ভূমিপুত্রকে দার্জিলিং লোকসভার প্রার্থী না করলে বিজেপিতে থেকেই আমি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব।'

আরও পড়ুন- Primary Teacher Recruitment Scam: খারিজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, পর্ষদের যুক্তিতেই সম্মতি ডিভিশন বেঞ্চের

তাহলে কী দলবিরোধী কথা বলছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক? পদ্ম শিবিরের শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, 'বিষ্ণুপ্রসাদ শর্মার ব্যক্তিগত মতামত, কিছু বলার থাকলে সেটা দলের অন্দরে বললেই ভাল হত। দিল্লির নেতারা বারে বারেই সাংসদ রাজু বিস্তার কাজের প্রশংসা করেছেন। কিন্তু দল বিরোধী কাজ করেছেন কিনা সেটা রাজ্য নেতারাই বলবেন।'

আরও পড়ুন- Suchetan Bhattacharjee: ‘সুচেতনা’ থেকে ‘সুচেতন’ হওয়ার লড়াইয়ে বড় স্বীকৃতি, মিলল সরকারি পরিচয়পত্র

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেব বলেছেন, 'বিজেপির প্রকৃত অবস্থা সামনে চলে এলো। দার্জিলিং লোকসভা থেকে তিনবারই বিজেপির বহিরাগত প্রার্থীরা জিতে সাংসদ হয়েছেন. এঁদের প্রত্যেকের নামে নিখোঁজ পোস্টার পড়েছে। কেউ জিতে নিজের কেন্দ্রের উন্নয়নে নজর দেন না। আসলে বিবেকবানদের বিবেক জাগলেই এসব বলে ফেলেন। বিষ্ণুপ্রসাদ দার্জিলিংয়ের ভূমিপুত্র, তাই ওঁর এটা মনে হওয়া খুবই স্বাভাবিক।'

আরও পড়ুন- Sandeshkhali ED Attacked: ইডি দফতরে গিয়েও শূন্য হাতে ফিরলেন বসিরহাট-বনগাঁর ডিএসপি, কোর্টে কেন্দ্রীয় এজেন্সি

bjp darjeeling loksabha election 2024
Advertisment