/indian-express-bangla/media/media_files/2025/11/03/hill-2025-11-03-13-55-10.jpg)
Nature travel: দিন কয়েকের ছুটিতে বেড়ানোর সেরার সেরা ঠিকানা!
offbeat places in Darjeeling: দার্জিলিং মানেই যেন চা-বাগান, মেঘে মোড়া পাহাড় আর পর্যটকের ভিড়। কিন্তু যাঁরা একটু নিরিবিলি, অফবিট অভিজ্ঞতা খুঁজছেন, তাঁদের জন্য আদর্শ গন্তব্য হতে পারে দার্জিলিংয়ের ছোট্ট পাহাড়ি গ্রাম রিশিহাট (Rishyihat)। শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মনোরম গ্রামটি মূলত একটি শান্ত, চা-বাগানে ঘেরা পাহাড়ি বসতি, যেখানে প্রকৃতি তার আসল রূপে নিজেকে মেলে ধরে।
রিশিহাটে পৌঁছাতে দার্জিলিং শহর থেকে ট্যাক্সি বা জিপ ভাড়া করে সহজেই যাওয়া যায়। পথজুড়ে দেখা মিলবে সবুজ চা-বাগান, মেঘের খেলা আর দূরের কাঞ্চনজঙ্ঘার ঝলক। গ্রামটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার রিশিহাট টি এস্টেট, যা দার্জিলিংয়ের প্রাচীনতম চা-বাগানগুলির একটি। সকালের প্রথম সূর্যালোকে চা-বাগানের উপর ভেসে বেড়ানো কুয়াশার দৃশ্য সত্যিই অপূর্ব।
অফবিট গন্তব্য হিসেবে রিশিহাটে বড় হোটেল বা রিসর্ট নেই, তবে এখানকার হোমস্টেগুলি খুবই আরামদায়ক ও অতিথিপরায়ণ। স্থানীয় নেপালি ও লেপচা পরিবারের আতিথ্য, ঘরে তৈরি খাবার, আর কাঠের কটেজ থেকে ভোরবেলায় পাখির ডাক — এই অভিজ্ঞতা রিশিহাটকে করে তোলে অনন্য।
আরও পড়ুন-পাহাড় ঢালের এক চিলতে গ্রাম, সৌন্দর্য্যে বাংলার এপ্রান্ত ১০ গোল দেবে সিমলা-উটিকেও!
রিশিহাট থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা, বিশেষত পরিষ্কার দিনে সূর্যোদয়ের সময় দৃশ্যটি যেন স্বপ্নের মতো লাগে। কাছেই রয়েছে লেপচাজগাট, তিনচুলে, সোনাদা এবং চৌবস্তি, যেগুলি দিনে ঘুরে দেখার মতো। যারা ফটোগ্রাফি, ট্রেকিং বা প্রকৃতি পর্যবেক্ষণ ভালোবাসেন, তাঁদের জন্য রিশিহাট স্বর্গের সমান।
দার্জিলিংয়ের ব্যস্ততা থেকে দূরে, নিরিবিলি পাহাড়ের কোলে বসে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জায়গা খুঁজছেন? তবে রিশিহাট হতে পারে আপনার পরের ভ্রমণ তালিকার সেরা নাম। এখানে নেই শহুরে কোলাহল, আছে কেবল নীরব পাহাড়, মেঘের ছোঁয়া আর চায়ের সুবাসে মোড়া এক অপার শান্তি।
আরও পড়ুন-পাহাড়-নদীর অপরূপ মেলবন্ধন! উত্তরবঙ্গের এপ্রান্তের চিত্তাকর্ষক শোভা ভাষায় প্রকাশ কঠিন
থাকার জন্য পাহাড় ঢালে এখানে সুদৃশ্য দারুণ কয়েকটি হোম স্টে পেয়ে যাবেন। থাকা-খাওয়া হিসেবে এই হোম স্টে গুলিতে ভাড়া নেওয়া হয়। প্রয়োজনে আগে থেকে কথা বলে নিতে পারেন। পর্যটকদের সুবিধার্থে রিশিহাটের কয়েকটি হোম স্টের নাম ও ফোন নম্বর নীচে দেওয়া হল।
Risheehat Farmstay- 08695085260
Hosanna Homestay Risheehat- 08597809935
Moktan Homestay Risheehat- 07797817286
Virgowoods Rishihat Homestay- 08981700629
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us