scorecardresearch

এখানেতেই স্বর্গসুখ! সবুজে সাজানো পাহাড়ি গ্রামের অসাধারণ শোভা হৃদয়ে ঝড় তুলবেই!

দিন কয়েকের ছুটি নিয়ে বেড়িয়ে আসুন উত্তরবঙ্গের অপূর্ব এই এলাকা থেকে।

darjeeling's lepcha jagat is may be a perfect tourist destination
অসাধারণ এই এলাকার অপূর্ব প্রাকৃতিক শোভা এককথায় অনবদ্য।

ফাঁক পেলে বেড়াতে যেতে মন চায় না এমন বাঙালির খোঁজ পাওয়া দুরূহ ব্যাপার! ইঁদুর দৌড়ের জীবন থেকে সুযোগ মিললেই দিন কয়েকের ছুটিতে অনেকে বেড়িয়ে আসেন পছন্দের নানা জায়গা থেকে। তবে অধিকাংশেরই ভিড়-ভাট্টায় বড্ড আপত্তি। ব্যস্ত জীবন থেকে ক’দিনের আরাম খুঁজতে মন চায় কোলাহলহীন-নিরিবিলি এক পাড়। এই প্রতিবেদনে তেমনই এক অসাধারণ পর্যটনকেন্দ্রের হদিশ মিলবে। যেখানে একবার গেলে মন বাঁধা পড়বেই। এলাকার অসাধারণ প্রাকৃতিক শোভা ভুলিয়ে দেবে সব স্ট্রেস। মুহূর্তে যেন ঘুঁচবে সকল গ্লানি। প্রকৃতি যেন নিজে হাতে সাজিয়েছে উত্তরবঙ্গের এই ছোট্ট জনপদকে।

দার্জিলিঙের কাছেই হিমালয়ের কোলে ছোট্ট গ্রাম লেপচা জগৎ। পাহাড়ি গ্রামের অপরূপ প্রাকৃতিক শোভায় সজ্জিত লেপচা জগৎ লেপচাদের নিজেদের স্বর্গরাজ্য। ছোট্ট এই জনপদ ঘিরে পাইন গাছের সারি। যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ। গ্রামের হোম-স্টেগুলির জানলা থেকে চোখ মেললেই দেখা যায় সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। লেপচা জগৎ থেকে কয়েক ঘণ্টার মধ্যেই রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। চাইলে ঘুরে আসতেই পারেন। তবে এদিক-ওদিক না করতে চাইলে শুধু দিন কয়েক পড়ে থাকুন এপ্রান্তেই। অপূর্ব এই পাহাড়ি গ্রামের মায়াবী পরিবেশ আর এলাকার বাসিন্দাদের আন্তরিক মুগ্ধ করা আতিথেয়তা সারাজীবনের জন্য অমূল্য এক স্মৃতি হয়ে থাকবে।

আরও পড়ুন- পাহাড় কোলের স্নিগ্ধ-শীতল ছোট্ট জনপদ, চোখ মেললেই দেখা যায় সুন্দরী কাঞ্চনজঙ্ঘা

লেপচা জগৎ থেকে চাইলে তাকদা, মিরিক, লামাহাট্টা, তিনচুলে-সহ বেশ কয়েকটি জায়গা থেকে ঘুরে আসতে পারেন। এছাড়াও দার্জিলিং থেকেও ঘুরে আসতে পারেন অনায়াসেই। লেপচা জগৎ খুব কাছেই নেপাল সীমানা। মেরেকেটে আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন নেপাল সীমান্তে। সীমান্ত লাগোয়া বাজারে নেপালি চকোলেট থেকে শুরু করে রকমারি গরম জামা-কাপড় কিনে নিতে পারবেন। দাম-দর করে নিলে বেশ সস্তায় পাবেন।

আরও পড়ুন- কোলাহলহীন নিরিবিলি পরিবেশ, শান্ত-স্নিগ্ধ পাহাড়ি গ্রামে মেলে মনের স্বস্তি, প্রাণের সুখ!

কীভাবে যাবেন লেপচা জগৎ-এ ?

কলকাতার দিক থেকে গেলে ট্রেনে শিয়ালদহ বা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি জংশন স্টেশনে পৌঁছে যেতে হবে। তারপর সেখান থেকে গাড়িভাড়া করে নিন। ঘণ্টা তিনেকের মধ্যে পৌঁছে যাবেন দার্জিলিঙের ঘুম স্টেশনে। ঘুম থেকে মাত্র ৭ কিলোমিটার দূরত্বে রয়েছে লেপচা জগৎ। গাড়ি ভাড়া করে পৌঁছে যান সেই গ্রামে।

আরও পড়ুন- পাহাড়ের বুকে ঘুমিয়ে ছোট্ট গ্রাম, বাংলার এপ্রান্তের অপূর্ব শোভা ভাষায় প্রকাশ কঠিন!

কোথায় থাকবেন?

থাকার জন্য লেপচা জগৎ-এ সুদৃশ একাধিক হোম স্টে রয়েছে। প্রতিটি হোম স্টেতেই অপূর্ব আতিথেয়তা মিলবে। স্থানীয়রাই এই হোম স্টেগুলি চালান। এখানে থাকা-খাওয়া বাবদ খরচ নেওয়া হয়। এছাড়াও পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের নেচার রিসর্টও রয়েছে। চাইলে সেখানেও থাকতে পারেন। তবে আগে থেকে বুকিং করে যাওয়াই ভালো।

আরও পড়ুন- ভুলে যাবেন দীঘা-পুরী! বাংলার এই সাগরতটের অপূর্ব শোভা লজ্জায় ফেলবে অতীব সুন্দরী রমণীকেও

লেপচা জগৎ-এর কয়েকটি হোম স্টের নাম এবং ফোন নম্বর দেওয়া হল:

কাঞ্চনকন্যা হোম স্টে – ৯৫৯৩৫৬৫৩০৯
রেণু হোম স্টে – ০৬২৯৪২৯৩৭৭৬
পাখরিন হোম স্টে – ০৯৬১৪২৭০০৪৪
সিলভার পাইন হোম স্টে – ৯৭৩৩০৫৩৮৪০

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Darjeelings lepcha jagat is may be a perfect tourist destination598157