Advertisment

Offbeat Destinations: কোলাহলহীন অপূর্ব এক পাহাড়ি গ্রাম! নিরালায় বেড়ানোর ৩২ আনা মজা বাংলার এপ্রান্তেই!

Unknown Offbeat Destination in North Bengal: কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। একটু সুযোগ পেলেই বাঙালির একটি বড় অংশ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেন। আর বেড়ানোর তালিকায় উত্তরবঙ্গ বরাবরই ভ্রমণরসিক বাঙালির হট ফেভারিট। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে একের পর এক নজরকাড়া সব পর্যটন কেন্দ্র রয়েছে। এরাজ্য তো বটেই ভিনরাজ্য এমনকী বিদেশ থেকেও বছরভর পর্যটকরা এসে ভিড় জমান উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলিতে। বিশেষ এই প্রতিবেদনে উত্তরবঙ্গের আরও একটি অফবিট ডেস্টিনেশনর হদিশ মিলবে।

author-image
Nilotpal Sil
New Update
darjeeling, takdah, offbeat destination at north bengal

North Bengal Trip: দিন কয়েকের জন্য বেড়ানোর ক্ষেত্রে উত্তরবঙ্গের অপূর্ব এই এলাকার জুড়ি মেলা ভার।

North Bengal Tourism: উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে একের পর এক অসাধারণ সব এলাকা। একবার যেখানে গেলে মনা বাঁধা পড়ে যায়। সুন্দর-স্নিগ্ধ সেই সব এলাকায় দিন কয়েকের ভ্রমণ অভিজ্ঞতা গোটা জীবনের অমূল্য এক স্মৃতি হয়ে রয়ে যায়। এই বিশেষ প্রতিবেদনে উত্তরবঙ্গের আরও এক অপূর্ব তল্লাটের সন্ধান রইল। প্রতিদিনের জীবনের তুমুল ব্যস্ততা থেকে দিন কয়েকের ভরপুর অবসর নিতে গেলে একবার ঢুঁ মারতেই পারেন সে তল্লাটে।

Advertisment

তাকদা (Takda), কথায় বলে দার্জিলিঙের (Darjeeling) এই এলাকা নাকি রঙিন অর্কিডের স্বর্গরাজ্য। পাহাড়ের রানি দার্জিলিঙের খুব কাছেই ছবির মতো সাজানো নিরিবিলি-নিঝুম ছোট্ট জনপদে মুঠোয় ধরা যায় কুয়াশা। গোটা গ্রাম ঘিরে ব্রিটিশ আমলের চা বাগান। সারি দিয়ে যেন সাজানো পাইন গাছের সারি। এককথায় উত্তরবঙ্গের এই এলাকার শোভা অনবদ্য। এখানকার অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য ঠিক ভাষায় প্রকাশ কঠিন। তাকদার অন্যতম প্রধান আকর্ষণ এখানকার অর্কিড হাউস। এখানে এমন অনেক অর্কিডের সন্ধান মিলবে যা অন্য কোথাও আপনি দেখতে পাবেন না।

আরও পড়ুন- পাহাড়-ঢালে সবুজ গ্রামের বুক বেয়ে বয় নদী, উত্তরবঙ্গের এতল্লাট এককথায় অসাধারণ!

ব্রিটিশ আমলের বেশ কিছু বাংলো প্যাটার্নের বাড়ি রয়েছে এই তাগদা গ্রামে। সেগুলি দেখলেই বুঝবেন কত পুরনো। ব্রিটিশরা এই তাকদাজুড়ে সুগন্ধি চায়ের চাষ করাতো। সুগন্ধি চায়ের জন্য তাকদা বিখ্যাত। তাকদা থেকে খানিকটা দূরেই রয়েছে লামাহাটা, মংপু, তিনচুলে-সহ আরও নজরকাড়া বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। চাইলে ঘুরে আসতেই পারেন। মোটের উপর ফি দিনের ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের আরাম নিতে গেলে উত্তরবঙ্গের এই এলাকা একেবারে পারফেক্ট চয়েজ।

আরও পড়ুন- ভুলে যাবেন দীঘা-পুরী! বাংলার এই সমুদ্রতটের শোভা লজ্জায় ফেলবে অতীব সুন্দরী রমণীকেও

তাকদায় যাবেন কীভাবে?

শিলিগুড়ি (Siliguri) থেকে এই তাকদা গ্রামের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। এনজেপি (NJP)থেকে এই এলাকার দূরত্ব মেরেকেটে ৬৫ কিলোমিটার। রেলপথে গেলে নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনে নেমে পড়তে হবে। এরপর সেখান থেকে তাকদায় যাওয়ার জন্য গাড়ি মিলবে।

আরও পড়ুন- বেড়ানোর ১৬ আনা আনন্দ এখানেই! কান পাতলেই শুনবেন জল-জঙ্গলের অদ্ভুত ফিসফিসানি!

তাকদায় থাকবেন কোথায়?

এখানে থাকার জন্য তেমন হোটেল মিলবে না। তবে একাধিক সুদৃশ্য হোম স্টে (Home Stay) পেয়ে যাবেন। এই হোম স্টে-গুলির অধিকাংশই ব্রিটিশদের তৈরি করে যাওয়া বাংলো। চারিদিকে সবুজ ঘেরা পাহাড়ের মাঝে এই বাংলোগুলিতে থাকার ষোলোআনা মজা পাবেন। ব্রিটিশরা দেশ ছাড়ার পর স্থানীয় বাসিন্দারাই তাদের তৈরি বাংলোগুলি অধিগ্রহণ করে নেয়। এখান তাঁরাই তাকদায় পর্যটকদের (Tourists) হোম স্টে পরিষেবা দিয়ে যাচ্ছেন। মোটামুটি জনপ্রতি থাকা-খাওয়ার খরচ দিনে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে।

darjeeling north bengal tourism West Bengal Hill Stations
Advertisment