বিরাট বিড়ম্বনায় শুভেন্দু? সভার আগের দিনেই 'চোর' লেখা পোস্টারে ছেয়ে গেল এলাকা

শুভেন্দু অধিকারীর সভার আগে 'বিজেপির বিক্ষুব্ধ'দের পোষ্টারে ছেয়ে গেল এলাকা।

শুভেন্দু অধিকারীর সভার আগে 'বিজেপির বিক্ষুব্ধ'দের পোষ্টারে ছেয়ে গেল এলাকা।

IE Bangla Web Desk & Nilotpal Sil
New Update
day before Suvendu Adhikari meeting in sainthia postering against some bjp leaders

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর সভার আগে বিজেপির বিক্ষুব্ধদের পোষ্টারে ছেয়ে গেল এলাকা। বীরভূমের রামপুরহাটের পর এবার পোষ্টার পড়ল সাঁইথিয়ায়। রবিবার সকালে সাঁইথিয়া রেলব্রিজের কাছে ও মোহনবাগান মোড় সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি পোষ্টার দেখা যায়। আগামিকাল সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর পদযাত্রা ও পথসভা রয়েছে। তার আগেরদিন 'চোর ও দুর্নীতি মুক্ত বিজেপি চাই' লেখা পোস্টার সাঁটানো হয়েছে সাঁইথিয়ার বিভিন্ন এলাকায়। এমনকী বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার নাম উল্লেখ করেও পোস্টার দেওয়া হয়েছে।

Advertisment

যেখানে লেখা হয়েছে 'পুরভোটে বীরভূমে তৃণমূলের কাছে টাকা খেয়ে বিজেপিকে হারানোর মূল কাণ্ডারী ধ্রুব সাহা দূর হটো'। বারবার বীরভূমে শুভেন্দু অধিকারীর কর্মসূচীর আগেই এই ধরনের পোষ্টার সাঁটানোয় জেলা রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে । তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সেটা এখনও স্পষ্ট নয়।

তবে বেশ কয়েকমাস ধরেই বীরভূম বিজেপির মধ্যে গোষ্ঠীকোন্দল শুরু হয়েছে। সেই থেকেই রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিজেপির কোন্দলের জেরেই দলের বিক্ষুব্ধরা এই ধরনের পোষ্টার লাগিয়েছে। তবে শুভেন্দু আধিকারীর সফরের ঠিক আগের দিনেই এমন পোস্টার লাগানোকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে।

Advertisment

আরও পড়ুন- কোলাহলহীন মায়াবী পরিবেশ, উত্তরবঙ্গের এপ্রান্তের অকৃত্রিম সৌন্দর্য্য লজ্জায় ফেলবে সুন্দরী রমণীদেরও!

গেরুয়া শিবিরের অন্দরের খবর, পুরনো বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে জেলাজুড়েই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এর আগেও এই ধরনের ঘটনার মাধ্যমে তার বহিঃপ্রকাশও ঘটেছে। এবার আবারও সাঁইথিয়ায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। তবে এব্যাপারে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- রান্নার গ্যাসের বায়োমেট্রিক? লাইনে না দাঁড়িয়ে বাড়ি বসেই মুশকিল আসান! কীভাবে?

bjp West Bengal Suvendu Adhikari