IPS Soumya Roy Has Been Removed From Election Process: একুশের বিধানসভা পর চব্বিশের লোকসভা, আরও একবার সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের আইপিএস স্বামীকে পদ থেকে সরাল নির্বাচন কমিশন। লাভলীর স্বামী সৌম্য রায় কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার নির্বাচনী আধিকারিককে লেখা নির্দেশে কমিশন জানিয়েছে যে, কলকাতা পুলিশের ডিসি পদ থেকে সৌম্যকে বদলি করা হচ্ছে। পুলিশের যে পদে বহাল হলে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না তেমন পদে সৌম্য রায়কে নিয়োগ করতে হবে।
কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) পদে সৌম্য রায়ের বদলি কে হবেন তা জানিয়ে রাজ্য সরকার কমিশনে তিন জন যোগ্য পুলিশ আধিকারিকের নাম পাঠাবে। আগামী ৩ এপ্রিল দুপুর ৩টের মধ্যে রাজ্যের কাছ থেকে ওই তিনটি নাম চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
কমিশনের পদক্ষেপের পরপরই চালসার বৃদ্ধশ্রম থেকে বেরিয়ে আইপিএস সৌম্যের বদলি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'লাভলি বিধায়ক হওয়ার অনেক আগে সৌম্য আইপিএস হয়েছে। স্ত্রী বিধায়ক বলে কি স্বামী চাকরি করবে না? এ আবার কী!' পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতার প্রশ্ন, 'ভোটের মুখে নিজেদের কটা অফিসারকে বদলি করেছে? ক'জন বিএসএফকে বদলি করেছে? সকলের জন্য বিচার সমান হওয়া উচিত।'
একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল সোনারপুর দক্ষিণের প্রার্থী করেছিল টেলি পর্দার পরিচিত মুখ লাভলী মৈত্রকে। লাভলীর নাম ঘোষণার পরই বিরোধীদের আপত্তির ভিত্তিতে বিতর্কে জড়ান লাভলীর স্বামী আইপিএস সৌম্য রায়। কমিশন তাঁকে পুলিশের পদ থেকে সরায়।
আরও পড়ুন- Darjeeling: বিনয় নয়, দার্জিলিংয়ে কংগ্রেস প্রার্থী করল আরেক তামাং’কে! কোন সমীকরণে এত ভরসা?
এরপর হাওড়া গ্রামীণের পুলিশ সুপার করা হয় আইপিএস সৌম্য রায়কে। ২০২২ সালে হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃ্ত্যু ঘিরে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সে সময় ফের বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন পুলিশকর্তা সৌম্য রায়। আনিশের পরিবার সহ বিরোধীদের দাবি ছিল, ছাত্র মৃত্যুর ঘটনার প্রমাণ লোপাট করতে মরিয়া ছিলেন সৌম্য।
পরে ওই বছরের জুনে হাওড়ায় টানা কয়েক দিনের হিংসাত্মক ঘটনার পর বদলি করা হয় সৌম্য রায়কে। যা রুটিন বদলি বলেই জানিয়েছিল প্রশাসন। সেসময় হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের পদ থেকে সৌম্য রায়কে সরিয়ে নিয়োগ করা হয় কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) পদে।