Advertisment

Malda News: আইসক্রিমের গোডাউনের ফ্রিজ খুলতেই চক্ষু চড়কগাছ! ভিতরে যা ছিল...

আইসক্রিমের গোডাউনের ডিপ ফ্রিজের ভেতর থেকে রহস্যজনক অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি বাচামারি মোড় এলাকায়। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। ডিপ ফ্রিজের ভিতরে কীভাবে ওই ব্যক্তির দেহ এল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Malda News, Dead Body

ডিপ ফ্রিজের ভিতরে কীভাবে ওই ব্যক্তির দেহ এল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

আইসক্রিমের গোডাউনের ডিপ ফ্রিজের ভেতর থেকে রহস্যজনক অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি বাচামারি মোড় এলাকায়। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। ডিপ ফ্রিজের ভিতরে কীভাবে ওই ব্যক্তির দেহ এল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মৃণাল কান্তি বসু (৪৫)। তাঁর বাড়ি বনগাঁতে। দীর্ঘদিন ধরে এই ওই ব্যক্তির পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাচামাড়ি এলাকার একটি আইসক্রিমের গোডাউনের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। ওই ব্যক্তি গোডাউনেই রাতে থাকতেন। এদিন সকাল হয়ে গেলেও ওই গাড়ির চালক দরজা না খোলায় সকলের সন্দেহ হয় এবং বাইরে থেকে ডাকাডাকি করলে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। অবশেষে সংশ্লিষ্ট গোডাউনের ম্যানেজার পিছনের দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই চালককে খোঁজাখুঁজি করে পায়নি।

অবশেষে গোডাউনের সব ফ্রিজ খুলে দেখতে গিয়ে আঁতকে ওঠেন গোডাউন ম্যানেজার। দেখা যায়, একটি বড় ডিপ ফ্রিজে ওই গাড়ি চালকের মৃতদেহ নগ্ন অবস্থায় পড়ে রয়েছে। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় জমান। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তদন্তকারী পুলিশ কর্তারা ডিপ ফ্রিজ থেকে মৃতদেহটি উদ্ধার করে। তবে নগ্ন অবস্থায় ডিপ ফ্রিজে মৃতদেহ উদ্ধার হওয়ায় অনেকের মনে প্রশ্ন জেগেছে এবং রহস্য দানা বেঁধেছে। কেনই বা নগ্ন অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া গেল।

যদিও এ প্রসঙ্গে সংশ্লিষ্ট এলাকার আইসক্রিম গোডাউনের মালিক জয়ন্ত পাল চৌধুরি জানিয়েছেন, এই ব্যক্তি আইসক্রিমের গোডাউনের একটি চার চাকার গাড়ি চালাতেন। রাতে গোডাউনে থাকতেন। এদিন সকালে গোডাউনের দরজা না খোলায় সন্দেহ হয় এবং দরজা ভেঙে ভিতরে ঢুকলে প্রথমে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরে আইসক্রিমের ডিপ ফ্রিজে তাঁর মৃতদেহ দেখতে পাওয়া যায়। মনে হচ্ছে ঠাণ্ডা বাতাস পাওয়ার জন্যই ওই ফ্রিজে ঢুকেছিল।

আরও পড়ুন ভাবতেই পারবেন না! অকল্পনীয় তৎপরতায় দুরন্ত দৃষ্টান্ত রেলের

পাশাপাশি মৃত ব্যক্তি প্রতিনিয়ত মদ্যপান করতেন। সম্ভবত ফ্রিজের ভিতরে থাকাকালীন বাইরে থেকে ডিপ ফ্রিজের ঢাকনা অটো লক হয়ে যাওয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছেন তিনি। ওই আইসক্রিম গোডাউনের ম্যানেজার সন্তোষ ঘোষ জানিয়েছেন, 'সকালে এসে দেখি গোডাউনের দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকি করলে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। অবশেষে পিছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে অনেক খোঁজাখুঁজি করা হয়। অবশেষে ওই ব্যক্তিতে একটি ডিপ ফ্রিজে মৃত অবস্থায় পাওয়া যায়।'

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে যদিও এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেই তদন্ত শুরু করা হয়েছে।

Malda West Bengal Ice cream
Advertisment