New Market Kolkata: নিউমার্কেট চত্বরে হকারদের দৌরাত্ম্য রুখতে এবার কড়া পদক্ষেপের পথে রাজ্য প্রশাসন। নিউ মার্কেট এলাকায় রাস্তার এদিক-ওদিক হকারদের নিয়ন্ত্রণে এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিচ্ছে প্রশাসন। হকারদের ফুটপাথের নির্ধারিত এক তৃতীয়াংশের মধ্যে সীমাবদ্ধ থাকতে নির্দেশ দিয়ে ৭২ ঘন্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার থেকেই সেই সময়সীমার শুরুটা হয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে।
কলকাতার নিউ মার্কেট চত্বরে হকারদের একটি বড় অংশ প্রায় রাস্তার উপরে উঠে এসে ব্যবসা করেন। দীর্ঘদিন ধরেই চলছে এই কারবার। হকারদের জেরে রাস্তা দিয়ে হাঁটাচলা পর্যন্ত বেশ কষ্টসাধ্য হয়ে যায়। এমনকী ওই পথে নিত্যদিন প্রচণ্ড যানজটও তৈরি হয়। বছরের পর বছর ধরেই চলছে এই পরিস্থিতি। নিউ মার্কেট এলাকায় হকারদের রাস্তার ধারে নির্দিষ্ট করে দেওয়া জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা বহুদিন ধরেই চালাচ্ছে কলকাতা পুরসভা। তবে এতদিন সেভাবে কঠোর পদক্ষেপের পথে হাঁটেনি পুর কর্তৃপক্ষ। তবে এবার হকারদের রাস্তার মূল অংশ থেকে সরাতে কড়া পদক্ষেপের পথে কলকাতা পুরনিগম।
বৃহস্পতিবারই কলাকাতা পুরসভায় টাউন ভেন্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন পুরকর্তারা। ওই বৈঠকেই নিউ মার্কেট চত্বরের মূল রাস্তা থেকে হকারদের সরাতে পদক্ষেপের সিদ্ধান্ত হয়েছে। টাউন ভেন্ডিং কমিটির এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী সোমবারের মধ্যে হকাররা তাঁদের জন্য নির্ধারিত জায়গায় সরে না গেলে পুলিশকে উপযুক্ত পদক্ষেপ করতে বলা হয়েছে।
তবে সোমবার থেকে বার্ট্রাম স্ট্রিটের হকারদের সরানো হচ্ছে না। ওই এলাকায় কয়েকশো হকার বসেন। আগে থেকে তাঁদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা না করে সরাতে গেলে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা পুরসভার। কলকাতা পুরসভা কর্তৃপক্ষ ওই এলাকার হকারদের জায়গা দিতে নিউ মার্কেট বরাবর সরু ফুটপাথ চওড়া করার প্রস্তাব দিয়েছে। বর্তমানে বার্ট্রাম স্ট্রিটের প্রায় ৭০ শতাংশ রাস্তাই হকারদের দখলে চলে গিয়েছে। যার জেরে ওই এলাকা দিয়ে যাতায়াতে যারপরনাই সমস্যা তৈরি হয়েছে।
আরও পড়ুন- ED Raid: সাতসকালে ED-র ত্রিশূল হানা! একযোগে রাজ্যের দাপুটে মন্ত্রী, বিধায়ক-নেতার বাড়িতে অভিযান
তবে বার্ট্রাম স্ট্রিট বাদ দিয়ে নিউ মার্কেট চত্বরের একাধিক রাস্তা থকে হকারদের সরাতে আগামী সেমাবার থেকেই অলআউট অ্যাকশনে নামছে পুলিশ। হুমায়ুন প্লেস, চৌরঙ্গি প্লেস, হগ স্ট্রিট এবং ফেনউইক বাজার স্ট্রিটে রাস্তার ধারের হকারদের সরিয়ে দিতে 'অ্যাকশন প্ল্যান' রেডি পুলিশ প্রশাসনের, এমনই খবর সূত্রের।
উল্লেখ্য, এর আগে নিউ মার্কটের ব্যবসায়ীরা বৈঠকে বসেছিলেন কলকাতা পুরনিগম ও টাউন ভেন্ডিং কমিটির সঙ্গে। নিউ মার্কেট এলাকায় রাস্তায় হকারদের দৌরাত্ম্যে তাঁদের ব্যবসা লাটে উঠেছে বলে অভিযোগ করেছিলেন তাঁরা। হকাররা রাস্তা দখল করে থাকায় নিউ মার্কেটে ক্রেতাদের ঢুকতে ও গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও সমস্যার কথা জানান তাঁরা। সমস্যা নিরসণের দাবিতে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিল জয়েন্ট ট্রেডার্স ফেডারেশন। এরপরেই বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে হকার দৌরাত্ন্য বন্ধে কঠোর পদক্ষেপের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।