Calcutta Medical College: টিএমসিপি করলে তবেই মিলবে হোস্টেল! চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিপ্তে তদন্ত কমিটি গড়ে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সেই রিপোর্টের ভিত্তিতেই সরানো হল কলকাতা মেডিকেলের ডিন কে।
এই ঘটনায় অভিযোগের তির হোস্টেল সুপার সহ চার চিকিৎসক অধ্যাপকের বিরুদ্ধে। তাদের আপাতত আজ থেকে কাজে বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অব্যাহতি দেওয়া হল হোস্টেল সুপার সহ চার চিকিৎসক অধ্যাপককে।
< RG Kar Incident: চিকিৎসক খুনে রহস্যভেদে মরিয়া CBI, শুরু সন্দীপ-সঞ্জয় সহ সাত জনের পলিগ্রাফ টেস্ট >
আজ কলেজ কাউন্সিলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, গত জুনে গার্লস হোস্টেলের রুম পাওয়া নিয়ে হস্টেল সুপার বলেছেন, TMCP না করলে হস্টেলে বেড পাওয়া যাবে না। পড়ুয়া চিকিৎসকদের অভিযোগে গড়া হয় তদন্ত কমিটি। কলেজ কাউন্সিলের পদক্ষেপে খুশি হলেও সিদ্ধান্ত নিতে কেন এত দেরি হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রছাত্রীরা।