/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Garden-Reach-building-collapse-1.jpg)
Kolkata building collapse: গার্ডেনরিচে ভেঙে পড়া নির্মীয়মাণ বহুতলের সেই ছবি।
Kolkata building collapse: গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু মিছিল জারি। পাঁচতলা ওই বাড়ি ভেঙে পড়ার চার দিন পরেও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা আরও একটি মৃতদেহ উদ্ধার করেছেন গত শুক্রবার। গুরুতর আহত হয়ে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি ছিলেন ৪ জন। তাঁদের মধ্যে একজনের রবিবার সকালেই মৃত্যু হয়েছে। গার্ডেনরিচ কাণ্ডে এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১২। রবিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় এক বৃদ্ধার।
গত রবিবার রাতে কলকাতার গার্ডেনরিচে (Garden Reach) একটি পাঁচতলা নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ে। মর্মান্তিক ওই কাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন আহতও হন। সেই ঘটনার একদিন পরে, কলকাতা পুলিশ (Kolkata Police) বিল্ডিং প্রোমোটার মহম্মদ ওয়াসিকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে IPC ধারায় ৩০২ (খুন), ৩০৭ (খুনের চেষ্টা), ২৮৮ (বাড়ি তৈরিতে অবহেলা), ৪২৭ এবং ৩৪ ধারায় মামলা করা হয়েছিল।
সূত্র মারফত জানা গিয়েছে, পাঁচতলা ওই বহুতল তৈরির জন্য নির্মাতাদের প্রয়োজনীয় অনুমতিও ছিল না এবং নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যার জমিতে ওই বহুতলটি নির্মাণ করা হচ্ছিল সেই জমির মালিককেও গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, গার্ডেনরিচের ঘটনা নিয়ে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এক সপ্তাহের মঝ্যে রিপোর্ট জমা দেবে সেই কমিটি। অন্যদিকে, গার্ডেনরিচ কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্টও (Calcutta High Court)। প্রশ্ন উঠেছে ওই এলাকার কাউন্সিলরের ভূমিকা নিয়েও।