Advertisment

Kolkata building collapse: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়: মৃত্যু মিছিল জারি! বাড়তে-বাড়তে কোথায় পৌঁছোল সংখ্যাটা?

Garden Reach building collapse: গত রবিবার মাঝরাতে কলকাতার গার্ডেনরিচে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ একটি বহুতল। বাড়ি ভেঙে প্রথমে মৃত্যু হয় ১০ জনের। আহতও হন অনেকে। ভেঙে পড়া বহুতলটির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে প্রশ্ন উঠেছে ওই এলাকার কাউন্সিলরের ভূমিকা নিয়েও। গার্ডেনরিচ কাণ্ডে কলকাতা পুরসভার অন্দরেও বয়ে গিয়েছে চোরাস্রোত। মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য ও ডেপুটি মেয়র অতীন ঘোষের মন্তব্য ছিল পরষ্পর-বিরোধী। যা নিয়ে তুমুল শোরগোল পড়ে যায়। এমনকী প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও গার্ডেনরিচের ঘটনায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
death toll reaches 12 in Kolkata building collapse

Kolkata building collapse: গার্ডেনরিচে ভেঙে পড়া নির্মীয়মাণ বহুতলের সেই ছবি।

Kolkata building collapse: গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু মিছিল জারি। পাঁচতলা ওই বাড়ি ভেঙে পড়ার চার দিন পরেও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা আরও একটি মৃতদেহ উদ্ধার করেছেন গত শুক্রবার। গুরুতর আহত হয়ে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি ছিলেন ৪ জন। তাঁদের মধ্যে একজনের রবিবার সকালেই মৃত্যু হয়েছে। গার্ডেনরিচ কাণ্ডে এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১২। রবিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় এক বৃদ্ধার।

Advertisment

গত রবিবার রাতে কলকাতার গার্ডেনরিচে (Garden Reach) একটি পাঁচতলা নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ে। মর্মান্তিক ওই কাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন আহতও হন। সেই ঘটনার একদিন পরে, কলকাতা পুলিশ (Kolkata Police) বিল্ডিং প্রোমোটার মহম্মদ ওয়াসিকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে IPC ধারায় ৩০২ (খুন), ৩০৭ (খুনের চেষ্টা), ২৮৮ (বাড়ি তৈরিতে অবহেলা), ৪২৭ এবং ৩৪ ধারায় মামলা করা হয়েছিল।

আরও পড়ুন- Lok Sabha Polls 2024: ‘যাদবপুরে এবার লালঝান্ডা উড়বেই’, প্রত্যয়ী সৃজন! প্রচারে লাভলিকে আবির মাখালেন সায়নী

সূত্র মারফত জানা গিয়েছে, পাঁচতলা ওই বহুতল তৈরির জন্য নির্মাতাদের প্রয়োজনীয় অনুমতিও ছিল না এবং নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যার জমিতে ওই বহুতলটি নির্মাণ করা হচ্ছিল সেই জমির মালিককেও গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, গার্ডেনরিচের ঘটনা নিয়ে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন- Success Story: ইস্পাতকঠিন সংকল্পে অকল্পনীয় তৎপরতা! যুবকের দুরন্ত প্রশিক্ষণেই সোনার ছেলে-সোনার মেয়ে পেল বাংলা!

এক সপ্তাহের মঝ্যে রিপোর্ট জমা দেবে সেই কমিটি। অন্যদিকে, গার্ডেনরিচ কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্টও (Calcutta High Court)। প্রশ্ন উঠেছে ওই এলাকার কাউন্সিলরের ভূমিকা নিয়েও।

আরও পড়ুন- Success Story: তাবড় রাজ্যকে টেক্কা, গগনচুম্বী দুরন্ত সাফল্যের শিখর স্পর্শ! দুর্ধর্ষ দক্ষতায় ‘ভারতশ্রেষ্ঠ’ বাংলার শিক্ষক!

Death kolkata news Garden Reach Building Collapse
Advertisment