Advertisment

বগটুইকাণ্ডে বাড়ল নিহতের সংখ্যা, আরও সঙ্কটজনক অগ্নিদগ্ধ জারিনা বিবি

অপর দগ্ধ জারিনা বিবির শারীরিক অবস্থা ভালো নয়। এ দিন তাঁকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
nazma bibi passed away

বগটুইয়ের স্বজনহারাদের কান্না। ছবি- পার্থ পাল

বগটুইকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে হল ৯। সোমবার সকালে রামপুরহাট হাসপাতালে মৃত্যু হয় নাজমা বিবির। বগটুইয়ের ঘটনায় বর্তমানে আহত ৩ জন চিকিখসাধীন। এঁদের মধ্যে দু'জনকে ছেড়ে দেওয়াহতে পারে। তবে অপর দগ্ধ জারিনা বিবির শারীরিক অবস্থা ভালো নয়। এ দিন তাঁকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়েছে।

Advertisment

হাসপাতাল সূত্রে খবর, আহত নাজমা বিবির দেহের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। রবিবার থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন। মুখ্যমন্ত্রী বগটুইকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে অসুস্থ নাজমা বিবির সঙ্গেও দেখা করেছিলেন।

বগটুইকাণ্ডের তদন্ত করছে সিবিআই। রবিবারই আনারুল হোসেনকে টানা আট ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ দিনও বগটুই গ্রামে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। চলে থ্রি-ডি স্ক্যানারে নমুনা সংগ্রহের কাজ। সেই রাতে ঠিক কী ঘটেছিল, কী ভাবে আগুন লেগেছিল, সেটা অত্যাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে পুনরাবৃত্তি করে বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।

এছাড়া, অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী মিলিলাল শেখের সঙ্গেও কথা বলতে আগ্রহী সিবিআই গোয়েন্দারা। সূত্রের খবর, মিহিলালের সঙ্গে কথা বলতে বাতাসপুরে গিয়েছেন গোয়েন্দা দল।

Bogtui Bogtui Horror
Advertisment