Lok Sabha Election-Mamata Banerjee: "মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও?", খোদ তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) নিজের এক্স হ্যান্ডলে এই পোস্ট করেছেন। আসলে তার প্রতিপক্ষ BJP-র অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) কথা টেনেই এই পোস্টটি করেছেন দেবাংশু। মমতা বন্দ্যেপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে সম্প্রতি একটি জনসভায় এমনই মন্তব্য করেছিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তমলুকে এবার জোড়াফুলের বাজি দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। নিজের এক্স হ্যান্ডলে দেবাংশু লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও?"। দেবাংশুর পোস্টে এই লেখাটি দেখে অনেকেই চমকে ওঠেন। দেবাংশু এই উক্তিটি লেখার পর আরও লিখেছেন, "সন্দেশখালির মহিলাদের মর্যাদার মূল্য দেওয়ার পরে, BJP নেতারা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর সততার জন্যও একটি দাম নির্ধারণ করছে। নিশ্চিন্ত থাকুন, বাংলার নারীরা তাদের প্রিয় দিদির প্রতি বারবার ছুড়ে দেওয়া এই অপমানের প্রতিশোধ নিতে চলেছে!"
আরও পড়ুন- Abhijit Ganguly: হাইকোর্টে বিরাট স্বস্তি অভিজিতের, পদ্মপ্রার্থীকে আপাতত বিরক্ত করতে পারবে না পুলিশ
কী বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
"২ হাজার টাকায় রেখা পাত্রকে কেনা হয়ে গিয়েছিল? মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে ৮ লাখ টাকা গুঁজে দিলে তো একটা চাকরি দাও। তোমার হাতে ১০ লাখ টাকা গুঁজে দেয় এবং রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। একজন মহিলা একজন মহিলা সম্পর্কে কী করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেই পারি না। এই মমতা ব্যানার্জির দল এখন ভুয়ো ভিডিও ছেড়েছেন। হাজার-হাজার মহিলা থানায় অভিযান করেছিলেন (সন্দেশখালিতে)। তাঁদের সবাই কী টাকা নিয়েছিলেন?"