Debraj Chakraborty At CBI Office In Nizam Palace: অভিযোগ প্রাথমিকে শিক্ষক নিয়োগ 'দুর্নীতি'তে যুক্ত রয়েছেন বিধাননগরের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। গত নভেম্বরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দারা অভিযান চালান দেবরাজের স্ত্রী তথা রাজারহাটের তৃণণূল কাউন্সিলর অদিতি মুন্সিরর গানের স্কুলেও। সিবিআই সূত্রে খবর, সেই তল্লাশিতে দেবরাজ চক্রবর্তীর কাছ থেকে টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র পাওয়া গিয়েছিল। তখন সেগুলি বাজেয়াপ্ত করেছিল সিবিআই।
আরও পড়ুন- Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষার্থীরা এখবর আগে জানুন! তাঁদেরই সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ
এরপর গত বৃহস্পতিবার দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে তলব করেছিল সিবিআই। দীর্ঘক্ষণ জেরা চলে তাঁদের। প্রায় সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দেবরাজকে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে আসার কথা বলে হয়েছিল। গত বৃহস্পতিবার সিবিআই দফতর থেকে বেরিয়ে দেবরাজ দাবি করেছিলেন, 'আমার বাড়িতে ওঁরা কিছু নথি পেয়েছিলেন। সে গুলির ভিত্তিতে কয়েকটি তথ্য পরিষ্কার করে জানতে চেয়েছিলেন ওঁরা। সেই নিয়ে কথা হয়েছে। এ ছাড়া, আরও কিছু নথি আমার থেকে চেয়েছেন। ৩১ তারিখ আবার ডেকেছেন। সে দিন এসে বাকি নথি জমা দিয়ে যাব।'
আরও পড়ুন- West Bengal Weather Today: ভরা মাঘেই ‘গ্রীষ্ম’! একলাফে অনেকটা বাড়ল তাপমাত্রা, জানুন টাটকা আপডেট
সেই মতোই দ্বিতীয়বারের জন্য বুধবার নিজাম প্যালেসে হাজির হয়েছেন গায়িকা-বিধায়ক অদিতির কাউন্সিলর স্বামী দেবরাজ চক্রবর্তী। সিবিআই দফতরে প্রবেশের মুখে সংবাদ মাধ্যমকে দেবরাজ বলেন, 'আমি আইন মেনে চলি। দুর্নীতির তদন্তে আমাকে যেভাবে সহায়তা করতে বলা হবে, সেইভাবেই আমি করব।'