সরকারি পদে প্রচুর নিয়োগের ঘোষণা করল নবান্ন। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ নিয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হল।
গত মে মাসেই নবান্ন থেকে এক বৈঠকে রাজ্যে পুলিশ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা নিয়োগ প্রক্রিয়া সামলান, তাঁদের একাংশের মধ্যে 'ক্যাজুয়ালনেস' ও 'ল্যাথার্জি' নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল মমতাকে। যাঁরা নতুন চাকরির আশায় বসে থাকেন, তাঁদের মানসিক অবস্থার কথাও সেদিন উঠে এসেছিল তাঁর গলায়। এরপরই পুলিশে নিয়োগের ঘোষণা করা হল।
আরও পড়ুন- অভিষেক-রুজিরার কিছুটা স্বস্তি, বিদেশ যাত্রা নিয়ে ইডি-কে কী বললো সুপ্রিম কোর্ট?
স্বাস্থ্য দফতর, কর্মিবর্গ দফতর সহ রাজ্য সরকারের বেশ কয়েকটি দফতরের তরফে নিয়োগ নিয়ে বহু প্রস্তাব ছিল। জানা গিয়েছে যে, মন্ত্রিসভার বৈঠকে এদিন স্থির হয়েছে যে, কলকাতা পুলিশে নতুন ২,৫০০ কনস্টেবল নিয়োগ করা হবে। রিক্রুইটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ হবে।
পাশাপাশি স্বাস্থ্য দফতরের অধীনে কমিউনিটি হেল্থ অফিসার পদে ৫,৪৬৮ জনকে নিয়োগের প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এই নিয়োগও রিক্যুইটমেন্ট বোর্ডের মাধ্যমে হওয়ার কথা। এছাড়া পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ৪০০ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগ নিয়ে পিএসসি খুব দ্রুত বিজ্ঞপ্তি জারি করবে।
আরও পড়ুন- এক বছরেও মিলল না মুক্তি, প্রচণ্ড ‘ক্ষুব্ধ’ পার্থ, এবার পাশে চাইলেন কাদের?