Delhi man killed in AC compressor explosion: দিল্লিতে মেরামতের সময় প্রচণ্ড শব্দে এসি মেশিনে ভয়ঙ্কর বিস্ফোরণ, যন্ত্রণাদায়ক মৃত্যু হল মেকানিকের। হাড়হিম ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জানা গিয়েছে ঘটনাটি ঘটে ১৩ মার্চ বিকেল ৪টে নাগাদ। দিল্লির কৃষ্ণ নগর এলাকায় এই ঘটনার জেরে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য। জানা গিয়েছে নিহত ওই মেকানিকের নাম মনোহর লাল। এসি ইউনিট মেরামতের সময় ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা । স্থানীয় লোকেদের দাবি এসি মেরামতের সময় হঠাৎ করেই এসির কম্প্রেসারে বিকট বিস্ফোরণ হয় বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে মনোহর লাল মাটিতে লুটিয়ে পড়েন।
দিল্লির কৃষ্ণ নগর এলাকায় এয়ার কন্ডিশনার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এসির কম্প্রেসারে বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।কাছাকাছি একটি স্কুটারে আরও একজন বসে ছিলেন, যিনি এই দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যান। পুরো ঘটনাটি কাছের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
বিস্ফোরণের পর চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের বিকট শব্দ শুনে আশেপাশের লোকজনও ঘটনাস্থলে জড়ো হন। মনোহরকে তৎক্ষণাৎ একটি ই-রিকশায় তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মনোহর লাল কৃষ্ণ নগরের একটি স্থানীয় দোকানে কাজ করতেন। তিনি এই বিষয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার আসল কারণ, অর্থাৎ এসির কম্প্রেসারে কীভাবে বিস্ফোরণ হল, তা তদন্তের পরেই স্পষ্ট হবে। জানা গিয়েছে এসিতে গ্যাস ভর্তি করার সময় কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তে পাঠিয়েছে।
দেশজুড়ে এসি ব্লাস্টের নানান ঘটনা সামনে আসছে। যার কারণে এসি নিয়েও মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এসি ফেটে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন সময়মতো রক্ষণাবেক্ষণ না করা, সঠিকভাবে পরিষ্কার না করা, শর্ট-সার্কিট ইত্যাদি। এমনই কিছু লক্ষণের কথা তুলে ধরা হবে এই প্রতিবেদন। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই প্রতিরোধ করা যায়।
এসি সাউন্ডে পরিবর্তন
প্রচণ্ড গরমের কারণে এসিও ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে। এসি-তে কোনো ত্রুটি থাকলে তা থেকে শব্দের পরিবর্তন শুনতে পাবেন। অনেকেই এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেন না এবং তা উপেক্ষা করেন। কিন্তু এমন কোন লক্ষণকে উপেক্ষা করা আপনার জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এটি এড়াতে, আপনার একজন অভিজ্ঞ মেকানিকের পরামর্শ অবিলম্বে নেওয়া প্রয়োজন।
এসি থেকে কম ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে
অনেক সময় দেখা গেছে অতিরিক্ত এসি চালানোর কারণে তা থেকে ঠান্ডা বাতাস কম আসে। এর পেছনে কারণ হতে পারে ফ্যানের ত্রুটি বা তারের কোনো সমস্যা। এর প্রভাব কমপ্রেসরেও অনুভূত হয়, যার কারণে এসিতে আগুন ধরে যেতে পারে। যদি সময়মতো সংশোধন না করা হয় তবে তা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
এসি-র মোডগুলো ঠিকমতো কাজ করছে না
মানুষের সুবিধার জন্য এসি-তে অনেকগুলি মোড দেওয়া হয়, যার মধ্যে রয়েছে ফ্যান মোড, কুল মোড, ড্রাই মোড, এনার্জি সেভিং মোড ইত্যাদি। যা আপনি রিমোট কন্ট্রোলের সাহায্যে পরিবর্তন করতে পারবেন। কিন্তু আপনি যদি মোড পরিবর্তন করতে অসুবিধার সম্মুখীন হন। সেন্সরের ত্রুটির কারণেও এই সমস্যা হতে পারে। অবিলম্বে মেকানিককে কল করুন।
এসি বডি অতিরিক্ত গরম হওয়া
আপনার এসির বডি যদি কিছু সময়ের জন্য আগের থেকে গরম হয়ে যায়। তাই বুঝে নিতে হবে আপনার এসি-তে সমস্যা আছে এবং মেকানিককে ডাকতেই হবে। এসির বডি অতিরিক্ত গরম হওয়ার কারণ সঠিক বায়ুচলাচলের অভাব। এসি থেকে গরম বাতাস বের না হওয়াও এর একটি বড় কারণ। এটি উপেক্ষা করলে সমস্যা বাড়তে পারে।