Delhi Building Collapse: গভীর রাতে ঘুমের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বহুতল। ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে রয়েছেন প্রায় ১৫ জন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান। দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার গভীর রাতে উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ভোররাতে হঠাৎ করেই একটি চারতলা আবাসিক ভবন ভেঙে পড়ে। ঘটনার সময় ভবনটিতে বহু মানুষ ঘুমিয়ে ছিলেন, যাদের মধ্যে প্রায় দুই ডজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বলেই খবর।
ঘটনার খবর পেয়েই এনডিআরএফ, দমকল বিভাগ, দিল্লি পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী সংস্থার অধিকাকরিক, কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তবে ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ১৫ জন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় এখনও চলছে উদ্ধার অভিযান।
উদ্ধার কাজে নামানো হয়েছে ডগ স্কোয়াডকে। স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের সঙ্গে উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন। অনেকেই নিজেরাই হাতুড়ি, টর্চ নিয়ে ধ্বংসাবশেষ থেকে আটকে থাকা মানুষজনকে উদ্ধার করতে এগিয়ে আসে। ফলে কয়েকজনকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রাথমিক ভাবে পুলিশের ধারণা ভবনটি অনেকদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে ভবনটি আরও দুর্বল হয়ে ভেঙে পড়ে। দিল্লি পুর কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
ঘটনার পর এলাকা জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। এখনো কেউ কেউ প্রিয়জনের খোঁজে অপেক্ষা করছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আশেপাশের কিছু ভবন খালি করে দেওয়া হয়েছে এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।
দিল্লি সরকারের পক্ষ থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থলে শীঘ্রই কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সাহায্য ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।