আবারও রাজ্য পুলিশের বাধার মুখে দিল্লি থেকে আসা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। রিষড়ার পর এবার হাওড়ার শিবপুরে যেতে বাধা কেন্দ্রীয় তথ্য অনুসন্ধানকারী দলের সদস্যদের। এলাকায় ১৪৪ ধারা জারির কথা জানিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে হাওড়ায় যেতে বাধা দেয় পুলিশ। যা ঘিরে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আবারও ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে দিল্লি থেকে আসা এই প্রতিনিধি দলের সদস্যদের।
রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসার আগুন জ্বলে উঠেছিল হাওড়ার শিবপুর এবং হুগলির রিষড়ায়। ঘর-বাড়ি, দোকানে ভাঙচুরের পাশাপাশি দিকে-দিকে আগুন লাগানোর ঘটনাও চোখে পড়েছিল। দুই গোষ্ঠীর সংঘর্ষে বহু মানুষ আহতও হয়েছিলেন। তারপর থেকেই হাওড়া-রিষড়ার নির্দিষ্ট কয়েকটি এলাকায় ১৪৪ ধারি জারি করে পরিস্থিতি পুরোদমে নিয়ন্ত্রণে এনেছে রাজ্য পুলিশ। যদিও দিল্লি থেকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন হিউম্যান রাইটস ভায়োলেশনের একটি দল রাজ্যে এসেছে।
আরও পড়ুন- উঠে গেল ভোগান্তির অবরোধ, রাজ্যকে দুষে ‘ভয়ঙ্কর’ হুঁশিয়ারি কুড়মি নেতাদের
শনিবার হুগলির রিষড়ায় যাওয়ার পথে শ্রীরামপুরে এই দলটিকে বাধা দেয় রাজ্য পুলিশ। এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কথা জানিয়ে বাধা দেওয়া হয় প্রতিনিধি দলের সদস্যদের। শেষমেশ তাঁরা রিষড়ায় ঢুকতেই পারেননি। এরপর রবিবার হাওড়ায় যেতে চাইলেও তাঁদের দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার পর বাধা দেওয়া হয়। হাওড়ার শিবপুরে ১৪৪ ধারা জারি রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়।
আরও পড়ুন- অফিস ছেড়ে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে বিডিও-র সাইকেল-সফর, কারণটা তারিফ করার মতোই!
পুলিশ এদিনও পথ আটকালে প্রতিনিধি দলটির সদস্যদের সঙ্গে তাঁদের বচসা হয়। প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, তাঁরা শুধুমাত্র ওই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেই যেতে চান। পরিস্থিতি এখন কেমন রয়েছে সেব্যাপারে খোঁজখবর নিতে চান তাঁরা। রাজ্য পুলিশের তাঁদের বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করেন তাঁরা। 'বাংলায় কী কার্ফু জারি রয়েছে?', ক্ষুব্ধ প্রতিনিধি দলের এক সদস্য পুলিশকে প্রশ্ন করেন।