কলকাতায় অফিস থাকা সত্ত্বেও তাঁকে বারবার কেন দিল্লির অফিসে ডেকে পাঠাচ্ছে ইডি? এরই বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে 'ন্যায়বিচার' চেয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আপাতত বর্ষীয়ান মন্ত্রীকে এই ইস্যুতে স্বস্তি দিয়েছে আদালত। কলকাতার অফিসেই মলয় ঘটককে জিজ্ঞাসাবাদে সায় রয়েছে দিল্লি হাইকোর্টেরও। তবে আইনি রক্ষাকবচ চেয়েছিলেন মলয় ঘটক। সেই আর্জির কী হল?
কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের। বারবার তাঁকে তদন্তের স্বার্থে ডেকে পাঠিয়েছে ইডি। তবে কেন্দ্রীয় সংস্থার ১২ বারের তলবে মাত্র একবার তিনি হাজিরা দিয়েছেন মন্ত্রী। এই কথা শোনর পর বিষ্ময় প্রকাশ করে দিল্লি হাইকোর্টও। মলয় আইনি রক্ষাকবচ চেয়েছিলেন, পত্রপাঠ তা নাকচ হয়ে যায়।
তবে বারবার তাঁকে দিল্লির অফিসে ডেকে পাঠিয়েছে ইডি। ইডির এই পদক্ষের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্য। কলকাতায় ইডির অফিস থাকা সত্ত্বেও কেন তাঁকে বারবার দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
আরও পড়ুন- শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’, দুর্যোগ শঙ্কা কাটিয়ে বঙ্গে শীতের আমেজ
মলয় ঘটকের এই আবেদনে সাড়া মিলেছে। কলকাতাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বলে জানিয়েছেন বিচারপতিরা। বিচারপতিরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর একদিন আগে নোটিশ দিয়ে জানাতে হবে। এরই পাশাপাশি কলকাতা পুলিশ এবং রাজ্যের মুখ্যসচিবকেও জিজ্ঞাসাবাদের স্থান ও সময় সম্পর্কে জানাতে হবে। তদন্তের কাজে ইডি আধিকারিকদের যাতে কোনও বাধা না আসে সেই বিষয়টিও সুনিশ্চিত করতে বলেছে হাইকোর্ট।