Advertisment

Mahua Moitra: গতবার বহিস্কৃত হয়েছিলেন, এবার সংসদে ফিরেই ফের একবার সাংঘাতিক বিপাকে তৃণমূলের মহুয়া!

TMC MP Mahua Moitra: সপ্তদশ লোকসভা থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। অষ্টাদশ লোকসভাতেও দুরন্ত বিজয় পেয়ে ফের একবার সাংসদ হয়েছেন তৃণমূলের মহুয়া মৈত্র। সংসদে দিন কয়েক অধিবেশন চলতে না চলতেই ফের একবার বড়সড় বিপত্তির মুখে তৃণমূল সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahua Moitra has right to defend herself says delhi high court

Mahua Moitra: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Mahua Moitra: ফের একবার বড়সড় বিপাকে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা মহুয়ার বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন জানিয়েছিলেন। তারই ভিত্তিতে মহুয়ার নামে মামলা দায়ের হয়েছে।

Advertisment

সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসে তথাকথিত এক 'ভোলে বাবা'র দরবারে গিয়ে পদপিষ্ট হয়েই শতাধিক মানুষের মৃত্যু হয়। সেই ঘটনার পরপরই জাতীয় মহিলা কমিশনের তরফে রেখা শর্মা ঘটনাস্থলে গিয়েছিলেন। রেখার সেখানে যাওয়ার পরপরই একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিও-তে দেখা যায় রেখা শর্মার মাথার উপরে কেউ একজন ছাতা ধরেছেন। সেই বিষয়টি নিয়েই খোঁচা দিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

মহুয়ার সেই মন্তব্য একজন মহিলার পক্ষে অমর্যাদাকর বলে পাল্টা দাবি করেছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। এ ব্যাপারে দিল্লি পুলিশকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছিলেন তিনি। মহুয়াও রেখা শর্মাকে সরাসরি চ্যালেঞ্জ করে পাল্টা জানিয়েছিলেন পারলে তাঁকে গ্রেফতার করে দেখাক দিল্লি পুলিশ।

আরও পড়ুন- West Bengal Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বর্ষার ঝোড়ো ব্যাটিং শুরু কবে?

মহুয়ার সেই পাল্টা চ্যালেঞ্জের দিন কয়েকের মধ্যেই এবার কড়া পদক্ষেপ দিল্লি পুলিশেরও। দিল্লি পুলিশের স্পেশাল সেলের সাইবার ইউনিট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে FIR দায়ের করেছে।

আরও পড়ুন- Eastern Railway: যাত্রী স্বার্থে অকল্পনীয় উদ্যোগ রেলের, তুফানি যাত্রার দুরন্ত বন্দোবস্ত জানলে তাজ্জব হবেনই

tmc Delhi Police Mahua Moitra TMC MP
Advertisment