Advertisment

সংসদে বিরাট নাশকতার ছক ছিল? তুঙ্গে জল্পনা! ললিতদের ভাড়াবাড়ির তালা ভেঙে ঢুকল পুলিশ

সংসদে স্মোক ক্যান হামলায় মূল অভিযুক্ত ললিত ঝা কলকাতা থেকেই দিল্লিতে গিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi Police searched Lalit Jhas rented house in kolkata Baguiati

সংসদ হামলায় ধৃত ললিত ঝা।

সংসদ হামলার তদন্তে বাংলার যোগ আগেই মিলেছে। হামলায় মূল অভিযুক্ত ললিত ঝা কলকাতা থেকেই দিল্লিতে গিয়েছিল। ঘটনার তদন্তে গতকালই দিল্লি পুলিশের বিশেষ দল কলকাতা এসে গিয়েছিল। গতকাল বড়বাজার-সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযানে গিয়েছিলেন তদন্তকারীরা। মঙ্গলবার বাগুইআটিতে ললিত ঝা'য়েদের ভাড়াবাড়িতে হানা তদন্তকারীদের। তালা ভেঙে ঘরে ঢোকেন পুলিশ অফিসাররা।

Advertisment

সংসদে স্মোক ক্যান হামলায় আগেই পুলিশ গ্রেফতার করেছে ললিত ঝাকে। আদতে বিহারের দ্বারভাঙার বাসিন্দা ললিত ঝা ও তাঁর পরিবার বেশ কয়েকবছর ধরেই কলকাতায় থাকতেন। বড়বাজারে একটি ঘর ভাড়া নিয়ে থেকেছেন তাঁরা। পরবর্তী সময়ে বাগুইআটিতেও ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন ললিত।

মঙ্গলবার বাগুইআটিতে ললিতদের ভাড়াবাড়িতে পৌঁছে যায় দিল্লি পুলিশ। বাড়িমালিকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে পুলিশ আধিকারিকদের। ললিত ঝায়েরা যে ঘরটিতে ভাড়া থাকতেন সেটির তালাবন্ধ ছিল। ইকো পার্ক থানার পুলিশকে সঙ্গে নিয়ে তালা ভেঙে ওই ঘরে ঢোকেন দিল্লি পুলিশের আধিকারিকরা।

আরও পড়ুন- প্রাথমিকে টেট পরীক্ষার দিন: বড় রায় হাইকোর্টের, পুলিশকে কী নির্দেশ?

যদিও ললিত নির্দোষ বলেই দাবি করেছেন তাঁর বাবা-মা। দিন কয়েক আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর বাবা-মা বলেছেন, “আমরা কলকাতাতেই থাকি। আমাদের ছেলে নির্দোষ। কিছুই বুঝতে পারছি না, কী হয়ে গেল! সবার সঙ্গেই ললিতের ভালো সম্পর্ক। আমরা আদালতে যাব।” ললিতের দাদা বলেন, “হঠাৎ করে কেন ও গেল তা বুঝতে পারছি না। কেউ কি ওর মগজধোলাই করল? এটা ললিত নিজেই বলবে।”

West Bengal Delhi Police Lalit Jha
Advertisment