Advertisment

Eastern Rail: পুরী ও দার্জিলিং, ভ্রমণপ্রিয় বাঙালির পছন্দের দুই গন্তব্য নিয়ে বাম্পার আনন্দের সংবাদ রেলের

Darjeeling-Puri-Eastern Railway: বাঙালির অন্যতম পছন্দের সেরা দুই গন্তব্যের মধ্যে পড়ে পুরী ও দার্জিলিং। বছরভর সুযোগ মিললেই বাঙালি এই দুই জায়গায় বেড়াতে যেতে ভীষণ পছন্দ করেন। এবার এই পুরী, দার্জিলিং নিয়েই বাম্পার আনন্দের কথা জানাল রেল। এব্যাপারে রীতিমতো বিবৃতি দিয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
demand for rail tickets to Darjeeling and Puri has peaked on the eve of Independence Day, পুরী, দার্জিলিং, পূর্ব রেল

Eastern Rail: পুরী ও দার্জিলিং বেড়াতে যাওয়া নিয়ে আনন্দের সংবাদ রেলের।

Eastern Railway: স্বাধীনতা দিবসের আগে ভ্রমণপ্রিয় বাঙালির দার্জিলিং ও পুরী বেড়ানোর আগ্রহ যেন তুমুলভাবে বেড়ে গিয়েছে। এমনিতেই এই দুই স্তানের প্রতি বাঙালির আকর্ষণ বরাবরের। তবে এবার যেন সব কিছুকেই ছাড়িয়ে গিয়েছে বেড়াতে যাওয়ার হিড়িক। উত্তরবঙ্গ ওব পপরগচা ট্রেনগুলির বুকি কানায় কানায় পূপর্ণ। নন-এসি হোক বা এসি কোচ, সবেতেই টিকিের দাহি া আকাশছোঁয়া।

Advertisment

এব্যাপারে পূর্ব রেলের তরফে দেওয়া বিবৃতি:

ভ্রমণপিপাসু বাঙালির বেড়াতে যাওয়ার সেরা পছন্দ রেলগাড়ি। রেলে ভ্রমণ করলে একদিকে যেমন আর্থিক সাশ্রয় হয় তেমনই যাত্রাও হয় উপভোগ্য। যে কোনও রকম ছুটির মরশুম এলেই বাঙালির বেড়াতে যাওয়ার সেরা পছন্দের স্থান দার্জিলিং এবং পুরী। পুরী এমন এক পর্যটন স্থল যেখানে একদিকে যেমন সমুদ্রের গর্জন উপভোগ করা যায় তেমনই জগন্নাথ মন্দির দর্শন করা যায়। অপরদিকে দার্জিলিংয়ে হিমালয়ের সৌন্দর্য অবলোকন করা যায়। তাই কোনও ছুটির মরসুম এলেই দার্জিলিং ও পুরীগামী ট্রেনগুলিতে অসম্ভব ভিড় চোখে পড়ে।

কিছুদিনের মধ্যেই আসছে ১৫ আগস্ট। এক দিন অতিরিক্ত ১৬ আগস্ট ছুটি নিলে সপ্তাহে শেষে চার দিন ছুটি মিলছে। সেই সুযোগ বাঙালিরা ছাড়ে না। তারই প্রতিফলন দেখা যাচ্ছে ট্রেন গুলির অপেক্ষমান তালিকা দেখে। ১২৩৪৩ শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল ১৪.০৮.২০২৪ তারিখে স্লিপার ক্লাসে ১০০-র কাছাকাছি ওয়েটিং লিস্ট রয়েছে। তেমনই ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেসে ১৪.৮.২০২৪ তারিখে স্লিপার ক্লাসে ওয়েটিং লিস্ট প্রায় ১০০ রয়েছে।

আরও পড়ুন- আর জি করে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু, দুরন্ত তদন্তে পুলিশ কাকে ধরল জানেন?

২২২০১ শিয়ালদহ - পুরী দুরন্ত এক্সপ্রেসে ১৪.৮.২০২৪ তারিখে স্লিপার ক্লাস ও ৩ টায়ার এসি ক্লাসে ওয়েটিং লিস্ট ১০০-এর বেশি রয়েছে। এখনও কিছু সিট উপলব্ধ আছে যে সমস্ত যাত্রীরা বর্ষণমুখর প্রকৃতিকে উপভোগ করতে করতে হিমালয়ের কোলে যেতে চান তাঁরা সত্বর টিকিট বুক করুন। এব্যাপারে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র বলেন, “যারা এই ছুটির দিনগুলিতে ট্রেনে চড়ে ভ্রমণ করতে ইচ্ছুক, তাঁরা যেন সঠিক সময়ে টিকিট বুক করে নির্ঝঞ্ঝাট ভ্রমণ উপভোগ করেন।"

আরও পড়ুন- Strict surveillance on India-Bangladesh water border: আচমকা ভারত-বাংলাদেশ জল সীমান্তে দুর্ধর্ষ নজরদারি! অচেনা ট্রলার দেখলেই খবর দিতে নির্দেশ

darjeeling Puri Eastern Railway Tourist
Advertisment