Advertisment

Arjun Singh: সরল মমতা-অভিষেকের ছবি, আজই কি বিজেপিতে 'অভিমানী' অর্জুন? দিলেন বড় ইঙ্গিত

Arjun Singh to Join BJP: তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বললেন, 'মানুষের আবেগ মোদীজির সঙ্গে রয়েছে। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড।' সেই সঙ্গে ফের ফুলবদলের ইঙ্গিত দিয়ে দিলেন অর্জুন। সম্ভবত আজই বিজেপিতে ফিরতে চলেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Arjun Singh to leave TMC

Arjun Singh: তৃণমূল কংগ্রেসে যে তাঁর প্রয়োজন ফুরিয়েছে এবার আর রাখঢাক না করেই বলে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

Arjun Singh to leave TMC: তৃণমূল কংগ্রেসে যে তাঁর প্রয়োজন ফুরিয়েছে এবার আর রাখঢাক না করেই বলে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক তিনি। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বললেন, 'মানুষের আবেগ মোদীজির সঙ্গে রয়েছে। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড।' সেই সঙ্গে ফের ফুলবদলের ইঙ্গিত দিয়ে দিলেন অর্জুন। সম্ভবত আজই বিজেপিতে ফিরতে চলেছেন তিনি।

Advertisment

উল্লেখ্য, ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন। তাঁকে ব্যারাকপুরে টিকিট দেয় পদ্মশিবির। তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে হারিয়ে তিনি সাংসদ হন। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে ঘরওয়াপসি হয় তাঁর। কিন্তু তারপর তাঁকে এবারের লোকসভায় টিকিটটাও দেওয়া হল না। তারপর থেকে 'শকড' তিনি। আক্ষেপের সুরে বললেন, 'আমাকে বেইজ্জত করা হল'।

এদিন অর্জুন জানিয়েছেন, 'কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন আমি তৃণমূলে আছি, না নেই।' সোমবারই অর্জুন বলেছিলেন ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। কিন্তু মঙ্গলবার তিনি বললেন, ফিরহাদ ফোন করে ললিপপ দেওয়ার চেষ্টা করেছিলেন! তাঁর প্রতিটি বাক্যেই আক্ষেপ, হতাশা স্পষ্ট।

তাহলে কি আবার শিবিরবদল? তাতে মর্মাহত অর্জুনের সুর কিছুটা নরম। তিনি বলেছেন, মোদীজি বলতেন কারও সঙ্গে সম্পর্ক খারাপ করা উচিত নয়। তার মানে কি ভাল সম্পর্কের জোরেই ফের বিজেপিতে ফিরবেন অর্জুন। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'দলে আমার প্রয়োজন ফুরিয়েছে। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড'। আরও বড় আক্ষেপ, দেড় বছর আমার নষ্ট হয়ে গেল।' এদিনই অর্জুনের অফিস থেকে সরেছে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তার মানে এটার বলার অপেক্ষা রাখে না তিনি আবার পদ্মেই ফিরতে চলেছেন।

আরও পড়ুন Arjun Singh: ‘কথা দিয়েও’ ব্যারাকপুরে অর্জুনকে কেন প্রার্থী করল না তৃণমূল? রহস্য কোথায়?

তাঁকে প্রশ্ন করা হয়, তা হলে কি এ বার পার্থ ভৌমিক বনাম অর্জুন সিংহের লড়াই দেখা যাবে ব্যারাকপুরে? উত্তরে অর্জুনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘তাই তো হওয়া উচিত। তবে পার্থ আমার ভাল বন্ধু।’’ অর্জুনের ঘনিষ্ঠমহলে চর্চা, তাঁকে বরাহনগর আসন থেকে বিধায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সম্প্রতি ওই আসনের বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। অর্জুনকে ওই আসন থেকে জিতিয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্য করা হতে পারে বলেও নাকি প্রস্তাব দেওয়া হয়। তবে অর্জুন ব্যারাকপুরের মাটি ছাড়তে চান না বলেই আপাতত সিদ্ধান্ত নিয়েছেন।

tmc bjp Mamata Banerjee West Bengal Arjun Singh
Advertisment