আজ বিকেল থেকেই বাংলার আবহাওয়ায় বড় বদল, কী পূর্বাভাস হাওয়া অফিসের?

কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? প্রশ্ন উঁকি মারছে শীতপ্রেমীদের মনে।

কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? প্রশ্ন উঁকি মারছে শীতপ্রেমীদের মনে।

author-image
IE Bangla Web Desk
New Update
depression in bay of bengal rain prediction in south bengal , বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

পুজো থেকে আবহাওয়ায় বদল ঘটেছে। ভোর ও রাতে শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? প্রশ্ন উঁকি মারছে শীতপ্রেমীদের মনে। এসবের মধ্যেই বাংলার আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

হাওয়া অফিস জানাচ্ছে, প্রতিপদের দুপুরের পর থেকেই আবহাওয়ায় বড় বদল ঘটতে চলেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোচ্ছে। এর জেরে বুধবার থেকে বৃষ্টি হতে পারে রাজ্যে। উপকূল সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।

Advertisment

দক্ষিণ আন্দামান সাগর এলাকার ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে মঙ্গলবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর গতি পরিবর্তন করে ওড়িশা উপকূলের দিকে যেতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার দক্ষিণবঙ্গ এবং ওড়িশার উপকূল সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। উপকূল এলাকার কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। নিম্নচাপের জন্য সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের তাই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরের বাতাসে জলীয় বাষ্প আরও কমবে ফলে আর দিনকয়েকের মধ্যে পাহাড়ি জেলাগুলিতে তাপমাত্রা কমবে।

weather Rainfall in Bengal Rainfall in Kolkata Weather Forecast West Bengal Weather Forecast Winter Coming