Ilish: ইলিশপ্রেমীদের জন্য বড় খবর! টন টন মাছ এনে মৎস্যজীবীরা কী জানালেন জানেন?
Hilsa Fish: গত দু'দিনে প্রায় ২৫ টন ইলিশ মাছ উঠেছে কাকদ্বীপ, নামখানা সহ দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী ঘাটগুলি থেকে। গত কয়েকদিনে জাল ভর্তি করে রুপোলি শস্য ধরেছিলেন মৎস্যজীবীরা।
Hilsa: ইলিশের (Ilish) ভরা মরশুম চলছে। গত দু'দিনে টন টন ইলিশ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানায়। তবে হঠাৎ করেই সমুদ্র উত্তাল হয়েছে। আর তাই এই পরিস্থিতিতে গভীর সমুদ্রে থাকাটা নিরাপদ মনে করছেন না মৎস্যজীবীরা (Fishermen)। বৃহস্পতিবার বহু ট্রলারকে ফিরে আসতে দেখা গেল কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমার ঘাটগুলিতে।
Advertisment
গত দু'দিনে প্রায় ২৫ টন ইলিশ মাছ উঠেছে কাকদ্বীপ, নামখানা সহ দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী ঘাটগুলি থেকে। গত কয়েকদিনে জাল ভর্তি করে রুপোলি শস্য ধরেছিলেন মৎস্যজীবীরা। টন টন ইলিশ ওঠার জেরে দক্ষিণ ২৪ পরগনা সহ আশেপাশের বাজারগুলিতে ইলিশের দাম যেন খানিকটা হলেও কমেছিল।
তবে এবার ফের একবার সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ সহ একাধিক ঘাটে গভীর সমুদ্র থেকে ট্রলারগুলি ফিরতে শুরু করেছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, পরিস্থিতি একটু উন্নত হলেই ইলিশ (Hilsa) ধরতে ফের তাঁরা গভীর সমুদ্রে পাড়ি দেবেন। তবে এই মুহূর্তে সমুদ্রে ভেসে বেরিয়ে ইলিশ মাছ ধরাটা খানিকটা বিপজ্জনক বলেই মনে করছেন তাঁরা।
কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, "মাছ ভালো আসছে। গত কয়েকিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। মৎস্যজীবীরা মাছও পাচ্ছেন ভালোই। গত কয়েকদিনে যারা মাছ ধরতে গিয়েছিলেন তারা প্রায় ১৫, ২০, ৩০, ৪০ মন করেও মাছ আনছেন। ইতিমধ্যেই প্রায় ২৫-৩০ টন ইলিশ মাছ এসেছে। আশা করছি আজ পর্যন্ত ৪০ টন পর্যন্ত মাছ ঢুকতে পারে। বৃষ্টি বাড়ছে। কোনও সতর্কতা নেই। তবে সমুদ্র উত্তাল রয়েছে। তাই যে পরিমাণ মাছ জালে আসার কথা সেই পরিমাণ মাছ উঠছে না।" আবহাওয়ার একটু উন্নতি হলে ফের মৎস্যজীবীরা ইলিশ মাছ ধরতে সমুদ্রে যাবেন বলে জানিয়েছেন তিনি।