ইডি তলব করলেও ৩ অক্টোবর তিনি সিজিও-তে যাচ্ছেন না। শুক্রবারই তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা থাকলে তাঁকে বাধা দেওয়া হোক, এই চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপরই ওইদিন দুপুরে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র আইও মিথিলেশ কুমার মিশ্রকে তদন্তপ্রক্রিয়া থেকে সরিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল, ৩ তারিখের তদন্ত প্রক্রিয়া কোনওমতেই যেন ব্যাহত না হয়। যা নিয়ে অবশ্য প্রকাশ্যে তেমন হেলদোল দেখাচ্ছেন না অভিষেক। উল্টে তাঁর শনিবার দুপুরের ভিডিও বার্তা থেকে আরও একবার বুঝিয়ে দিয়েছেন যে, ৩ তারিখ দিল্লিতে থাকবেন না। নিজের পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরছেন না তিনি।
কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে সরব তৃণমূল। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার বকেয়া অর্থ কেন্দ্র অন্যায্যভাবে আটকে রেখেছেন বলে অভিযোগ নবান্নের। অধিকার আদায়ে তাই এবার দিল্লির বুকে আন্দোলনের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ ও ৩ তারিখ হবে সেই কর্মসূচি। যা ঘোষণা করা হয়েছিল ২১ জুলাই। এদিন দলের নেতা, কর্মীদের ওই দু'দিনের কাজও বুঝিয়ে দিয়েছেন দলের 'সেকেন্ড ইন কমান্ড'। সেই কর্মসূচি ফেলে ইডির ডাকে সাড়া দেওয়ার কোনও মানসিকতা অভিষেকের যে নেই তা এদিন আবারও স্পষ্ট হয়ে গিয়েছে।
আরও পড়ুন- ‘আমরা অন্য ধাতুতে তৈরি’, দিল্লি রওনার আগে হুঙ্কার অভিষেকের
মোদী সরকারকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এদিন ইডি, সিবিআইয়ের প্রসঙ্গ উঠে এসেছিল। তিনি বলেছেন, ' ইডি, সিবিআইকে দিয়ে চিঠি দিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙবেন ভাবলে মোদীজি আপনি মুর্খের স্বর্গে বাস করছেন। আমরা অন্য ধাতুতে তৈরি। তৃণমূল ঘাসফুলের দল, যত কাটবেন তত বাড়বে। ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখান। ভাবছেন এভাবে বাংলার মানুষকে আটকে দেবেন। আমি বলছি পারবেন না। এই আন্দোলন তৃমূলের নয়, মানুষের ধর্না হবে। এতেই মোদীজি আপনি ভয় পেয়েছেন। মানুষ গণতান্ত্রিকভাবে এর জবাব দেবে।'
দিল্লি কাঁপাতে তৃণমূল চেয়েছিলো বাংলা থেকে ১ লক্ষ লোক নিয়ে যেতে। তাঁদের থাকা খাওয়ার জন্য চারদিন রামলীলা ময়দান দেওয়ারও আবেদন করা হয়েছিল। কিন্তু অমিত শাহর নেতৃত্বাধীন দিল্লি পুলিশ সেই অনুমতি দেয়নি। পরে টাকা নিলেও দিল্লিমুখী বিশেষ ট্রেন রেল বাতিল করেছে বলে প্রতিবাদে মুখ অভিষেকরা। ২৪ সালের লোকসভা ভোটের আগে আপাতত কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতেই সুর চড়াচ্ছে তৃণমূল। শুধু বাংলায় নয়, দলের ক্ষমতা প্রদর্শনে সেই আন্দোলনের ঝাঁঝ এবার পৌঁছচ্ছে রাজধানীতেও। তাই ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোকাশ ইডির তলবের বদলে দিল্লির ধর্না কর্মসূচি।
আরও পড়ুন- ‘তৃণমূল নেতাদের বাড়িতেই তো টাকা’, জোড়াফুলের ‘মিশন দিল্লি’কে যারপরনাই কটাক্ষ!