Dev Adhikari: দেবের চাঞ্চল্যকর পোস্টে তুঙ্গে বিতর্ক, এবার কী তাহলে আরও বড় পদক্ষেপ?
TMC: আর দু’দিন লোকসভার বাজেট অধিবেশন চলবে। তারপর এই লোকসভার মেয়াদ শেষ হবে। তার আগেই কী তাহলে তৃণমূল সাংসদ কোনও বড় পদক্ষেপ করবেন? আপাতত তা নিয়েই জল্পনা বাড়ছে।
TMC: আর দু’দিন লোকসভার বাজেট অধিবেশন চলবে। তারপর এই লোকসভার মেয়াদ শেষ হবে। তার আগেই কী তাহলে তৃণমূল সাংসদ কোনও বড় পদক্ষেপ করবেন? আপাতত তা নিয়েই জল্পনা বাড়ছে।
Ghatal tmc mp dev adhikari: গত কয়েকদিন ধরেই গুঞ্জনের কেন্দ্র বিন্দুতে ঘাটালের তৃণমূল সাংসদ দেব অধিকারী। এসবের মধ্যেই বুধবার চলতি বাজেট অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। সংসদ থেকেই তাঁর সোশাল মিডিয়া পোস্ট ঘিরে ফের জল্পনা তুঙ্গে উঠেছে। বুধবার লোকসভায় তাঁর বসার আসনের ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন দেব। সঙ্গে লিখেছেন ইঙ্গিতপূর্ণ কথা। ছবিতে দেখা যাচ্ছে, লোকসভায় বসার আসনের সামনে এলইডি স্ক্রিন। তাতে দেবের নাম লেখা। পাশে তাঁর নাম লেখা বোর্ডও। সেই ছবি পোস্ট করে দেব লিখেছেন, 'আর কয়েক ঘণ্টা'। এই পোস্ট খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
Advertisment
দেবের ইনস্টা স্টোরি।
আর দু’দিন লোকসভার বাজেট অধিবেশন চলবে। তারপর এই লোকসভার মেয়াদ শেষ হবে। তার আগেই কী তাহলে তৃণমূল সাংসদ কোনও বড় পদক্ষেপ করবেন? আপাতত তা নিয়েই জল্পনা বাড়ছে।
দিন কয়েক আগেই ঘাটাল কলেজ, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ দেব। তারপর এদিন দেবেন সোশাল মিডিয়া পোস্ট। তাই অনেকেই তাঁর পদত্যাগ ও ইঙ্গিতপূর্ণ পোস্ট এক করে দেখছেন।
সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। যা নিয়েই হইচই পড়েছে। দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে ওই ভাইরাল অডিয়োয়। উঠে আসছে, এমপিল্যাডের থেকে '৩০ শতাংশ কমিশনের' কথা। এই বিতর্কের আবহে বুধবার দিল্লিতে মুখ খুলেছেন ঘাটালের সাংসদ দেব। বলেছেন, 'দিদিই উত্তর দেবেন। আমার কিছু বলার নেই।' পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের এক প্রভাবশালীর সঙ্গে বিরোধ ঘিরেই এই শোরগোল বলে শাসক দলের অন্দরের খবর।