scorecardresearch

‘প্রজাপতি’ বিতর্কে তৃণমূলে তুমুল টানাপোড়েন! কুণালকে সপাট জবাব দেবের

কী বললেন দেব?

dev comment on kunal ghosh reaction about mithun chakrabartys acting in parajapati, 'প্রজাপতি' বিতর্কে তৃণমূলে তুমুল টানাপোড়েন! কুণালকে সপাট জবাব দেবের
কুণাল ঘোষ, প্রজাপতির পোস্টারে মিঠুন ও দেব।

নন্দনে ঠাঁই হয়নি মিঠুন চক্রবর্তী অভিনীত, দেব প্রযোজিত সিনেমা প্রজাপতির। যা নিয়ে এবার শাসক দলের অন্দরেই প্রবল টানাপোড়েন। প্রজাপতি বিতর্কে এবার দলেরই রাজ্য সাধারণ সম্পাদকের দাবির জবাব দিলেন অভিনেতা তথা সাংসদ দেব।

সোমবার তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রজাপতি বিতর্কে বলেছিলেন, ‘আসলে প্রজাপতি ছবিতে দেব ভাল অভিনয় করলেও মিঠুনদা পারেননি। মিঠুন চক্রবর্তীর ফ্লপ অভিনয়ের জন্য প্রজাপতি ছবি দাগ কাটতে পারেনি। তাই ছবিকে হিট করতে বিজেপি এখন বিতর্ক টানার চেষ্টা করছে।’

কুণালের এই মন্তব্যের সমালোচনা করেছিল বিজেপি। দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘কোন অভিনেতা ভালো অভিনয় করছেন সেটাও এবার তৃণমূল নেতাদের থেকে জানতে হবে? এটাই দেখা বাকি ছিল।’

দলীয় রাজ্য সম্পাদকের মন্তব্যকে কীভাবে দেখছেন অভিনেতা-সাংসদ দেব? প্রজাপতির অভিনেতা-প্রযোজক বলেন, ‘ছবিটা সকলের ভালো লাগছে, এটা আশার কথা। কিন্তু, বিতর্ক হচ্ছে এটা ভালো নয়। আর বলতে চাই যে, বিতর্ক না বাড়িয়ে সিনেমাটা আমার আর মিঠুনদার উপর ছেড়েদিন। ছবির প্রয়োজনে যদি মিঠুনদাকে আবার প্রয়োজন হয় তবে ওনাকে নিয়েই আমি ছবি করব।’

মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি সিনেমাটি নন্দনে না মুক্তি পাওয়ার জন্য তৃণমূলের রাজনৈতিক মানসিতাকেই দায়ী করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, ‘রাজ্যের সুপার স্টার মিঠুন চক্রবর্তী। বহুদিন পর একটা বাংলা ছবি করলেন। লোক মুখিয়ে আছে। এত সুন্দর হল নন্দন সেখানে শো দেওয়া হল না। আসলে উনি বিজেপির লোক বলেই এটা হল।’ দিলীপবাবুর এই মন্তব্যের পাল্টা কুণাল ঘোষ বলেছিলেন, ‘মিঠুন চক্রবর্তীর ফ্লপ অভিনয়ের জন্য প্রজাপতি ছবি দাগ কাটতে পারেনি। তাই ছবিকে হিট করতে বিজেপি এখন বিতর্ক টানার চেষ্টা করছে।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Dev comment on kunal ghosh reaction about mithun chakrabartys acting in parajapati